AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Misuse: আপনার আধার দিয়ে কেউ দু’নম্বরি করছে না তো? কীভাবে ধরবেন!

Unique Identification Authority of India: ১২ ডিজিটের আধার নম্বরের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সব ব্যক্তিগত তথ্য ও বায়োমেট্রিক ডিটেলস। আপনার আধার কার্ড যদি ভুল হাতে যায়, তাহলে আপনি আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন। এমনকি, আটকে যেতে পারে আপনার সরকারি সুবিধাও।

Aadhaar Card Misuse: আপনার আধার দিয়ে কেউ দু'নম্বরি করছে না তো? কীভাবে ধরবেন!
আধারে দু’নম্বরি কীভাবে ঠেকাবেন?
| Updated on: Dec 15, 2025 | 5:08 PM
Share

ভারতীয়দের জন্য এই মুহূর্তে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয় পত্র নয়। বলা যায় এটি বর্তমানে ব্যাঙ্ক, সরকারি পরিষেবা ও টেলিকমিউনিকেশন অ্যাক্সেসের জন্য একটা মূল চাবিকাঠি। কিন্তু এই ১২ ডিজিটের আধার নম্বরের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সব ব্যক্তিগত তথ্য ও বায়োমেট্রিক ডিটেলস। আপনার আধার কার্ড যদি ভুল হাতে যায়, তাহলে আপনি আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন। এমনকি, আটকে যেতে পারে আপনার সরকারি সুবিধাও। কিন্তু আপনার আধার সুরক্ষিত কীভাবে রাখবেন আপনি?

কীভাবে বুঝবেন?

আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কি না, তা কীভাবে বুঝবেন আপনি? আসলে এই বিষয়টা অনলাইনেই পরীক্ষা করা যায়। এটা কিন্তু আপনারই দায়িত্ব।

  • প্রথম ধাপ: UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • দ্বিতীয় ধাপ: আপনার আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে ‘Login With OTP’-তে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপ: আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা OTP দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।
  • চতুর্থ ধাপ: মেনু থেকে ‘Authentication History’ অপশনটি বেছে নিন। একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার আধারের সমস্ত ব্যবহারের বিবরণ সেখানে দেখতে পাবেন।
  • জরুরী পদক্ষেপ: যদি কোনও অজানা ব্যবহার চোখে পড়ে যা আপনি করেননি, তা সঙ্গে সঙ্গেই ইউআইডিএআই পোর্টালেই রিপোর্ট করুন।

আপনার বায়োমেট্রিক লক করার উপায়

বায়োমেট্রিক জালিয়াতি এড়াতে আপনার আধারের বায়োমেট্রিক ডেটা লক করে রাখতে পারেন। এর ফলে আপনার আঙুলের ছাপ বা চোখের বায়োমেট্রিক কোনও জালিয়াত ব্যবহার করতে পারবে না।

আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Lock/Unlock Aadhaar’ অপশনটিতে ক্লিক করুন। সেখানে আপনার ভার্চুয়াল আইডি (VID), নাম, পিনকোড ও ক্যাপচা সঠিকভাবে ইনপুট করুন। মোবাইলে আসা OTP ব্যবহার করে ‘Submit’ করুন। তারপরই আপনার বায়োমেট্রিক তথ্য সফলভাবে লক হয়ে যাবে। এই লক করা থাকলে, আপনি নিজেও ওটিপি ছাড়া কোনও বায়োমেট্রিক লেনদেন করতে পারবেন না।

যদি অপব্যবহারের সন্দেহ হয়, কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সন্দেহ হলেও দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আপনার আর্থিক ক্ষতির ঝুঁকি কমাতে সময় নষ্ট করা উচিত নয়। তারপর সরকারি আধার হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করুন। এ ছাড়াও আপনার সমস্যার বিস্তারিত বিবরণ দিয়ে help@uidai.gov.in ঠিকানায় একটি ইমেল পাঠান।