BSNL-এর বড় সাফল্য, চিন্তায় ফেলে দিতে পারে মুকেশ অম্বানীদেরও!
BSNL: TRAI-এর তথ্য বলছে, ২০২৪ সালের জুলাই মাসে ২৯.৪ লক্ষ নতুন গ্রাহক যোগ হয়েছে বিএসএনএলে। অন্যান্য সংস্থার গ্রাহক সংখ্যা কমেছে এই কয়েকদিনে। জুলাই মাস থেকে ক্রমশ গ্রাহক সংখ্যা বাড়তে শুরু করে বিএসএনএলের।
নয়া দিল্লি: সম্প্রতি অন্যান্য টেলিকম সংস্থার ট্যারিফ বাড়ার পর বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা বেড়েছে। এরই মধ্যে বিএসএনএল যে উদ্যোগ নিয়েছে, তাতে জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এমনকী মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্সও প্রতিযোগিতার মুখে পড়ে যেতে পারে, এমনটাও বলছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, ১৪,৫০০ ফুট উচ্চতায় 4G নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে বিএসএনএল। লাদাখের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে নেটওয়ার্ক। ‘বিচ্ছিন্ন’ এলাকাগুলির মধ্যে ‘সংযোগ’ বাড়ানো হচ্ছে।
কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, খনও পর্যন্ত সারা দেশে ৩৫ হাজারেরও বেশি 4G টাওয়ার স্থাপন করা হয়েছে। লক্ষ্য হল, ২০২৫ সালের জুন মাসের মধ্যে ১ লক্ষ টাওয়ার স্থাপন করা। এর জন্য সরকারও সহযোগিতা করছে। সরকার এই সংস্থাকে ৬ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করেছে। নেটওয়ার্ক অরুণাচল প্রদেশের মালাপু থেকে শুরু করে লাদাখের ফোবরাং পর্যন্ত পৌঁছে গিয়েছে।
TRAI-এর তথ্য বলছে, ২০২৪ সালের জুলাই মাসে ২৯.৪ লক্ষ নতুন গ্রাহক যোগ হয়েছে বিএসএনএলে। অন্যান্য সংস্থার গ্রাহক সংখ্যা কমেছে এই কয়েকদিনে। জুলাই মাস থেকে ক্রমশ গ্রাহক সংখ্যা বাড়তে শুরু করে বিএসএনএলের। জুলাই মাসের প্রথমে ১৫ দিনেই ১৫ লক্ষের বেশি মানুষ বিএসএনএল কানেকশন নেন। এরপর থেকেই সংস্থার রমরমা শুরু হয়েছে।