Budget 2026 Date: ফেব্রুয়ারির ১ তারিখ রবিবার! তাহলে কবে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

Union Finance Minister Nirmala Sitharaman: এর আগেও ছুটির দিনে বাজেট পেশের নজির রয়েছে। গত বছর, অর্থাৎ ২০২৫ সালেও শনিবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ। তারও আগে ২০১৫ এবং ২০১৬ সালে অরুণ জেটলিও শনি ও রবিবার বাজেট পেশের পথে হেঁটেছিলেন।

Budget 2026 Date: ফেব্রুয়ারির ১ তারিখ রবিবার! তাহলে কবে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?
কবে হবে বাজেট পেশ?Image Credit source: PTI

Jan 07, 2026 | 11:47 AM

ক্যালেন্ডারে যদি দেখেন, দেখবেন ফেব্রুয়ারির ১ তারিখ রবিবার। আর এই ছুটির দিন ঘিরেই এখন তুঙ্গে জল্পনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কি প্রথা মেনে ১ ফেব্রুয়ারি, অর্থাৎ রবিবারেই বাজেট পেশ করবেন? নাকি রবিবার বলে তা পিছিয়ে যাবে সোমবার, ২ ফেব্রুয়ারি পর্যন্ত? সংসদের অলিন্দে এখন এই একটাই প্রশ্ন।

২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা আমাদের দেশে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই প্রথা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই; ১ এপ্রিল নতুন অর্থবছর শুরুর আগেই যেন সংসদের সমস্ত অনুমোদন প্রক্রিয়া শেষ হয়ে যায়। আগে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষে। তাতে কাজ এগোতে দেরিও হত।

রবিবারে কি সংসদ বসে? উত্তর হল; হ্যাঁ। এর আগেও ছুটির দিনে বাজেট পেশের নজির রয়েছে। গত বছর, অর্থাৎ ২০২৫ সালেও শনিবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ। তারও আগে ২০১৫ এবং ২০১৬ সালে অরুণ জেটলিও শনি ও রবিবার বাজেট পেশের পথে হেঁটেছিলেন। সরকারি সূত্র অনুযায়ী খবর, সরকার ১ ফেব্রুয়ারি তারিখেই বাজেট পেশ করতে বেশি আগ্রহী।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু অবশ্য ধোঁয়াশা বজায় রেখেছেন। তিনি সাফ জানিয়েছেন, “ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সঠিক সময়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।”

যদি ১ ফেব্রুয়ারিই বাজেট হয়, তবে এটি হবে নির্মলা সীতারমণের টানা অষ্টম বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন তিনি।