AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: দালাল স্ট্রিটে ‘সন্ত্রাস’? শুক্রে ‘লালে-লাল’ শেয়ার বাজার, কতটা পড়ল আপনার কষ্টার্জিত টাকা?

Share Market: বিশেষজ্ঞদের অনুমান, ভারত-পাকিস্তানের সীমানা আবহাওয়া 'বিষিয়ে' যেতেই নতুন করে শঙ্কা ধরেছে দালাল স্ট্রিটে। দুই দেশের সম্পর্কে অবনতি মানে, যুদ্ধপরিস্থিতি-সহ একাধিক দিক থেকে বাণিজ্যিক ক্ষতি।

Share Market: দালাল স্ট্রিটে 'সন্ত্রাস'? শুক্রে 'লালে-লাল' শেয়ার বাজার, কতটা পড়ল আপনার কষ্টার্জিত টাকা?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 25, 2025 | 11:47 AM
Share

কলকাতা: গত কয়েকদিন ধরে একটু ওঠা-নামার পর শুক্রবার এক ধাক্কায় ১ হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স। দালাল স্ট্রিটের ফের আকাশে-বাতাসে জড়ো হল শঙ্কার মেঘ। এদিন ১.৩২ শতাংশ পড়ে সেনসেক্স এসে ঠেকেছে ৭৮ হাজার ৭৪৬ পয়েন্ট। অন্যদিকে, নিফটি ৫০-এর হালও বিশেষ ভাল নয়। সকাল ১১টা ১২ মিনিট পর্যন্ত ৩৪৯ পয়েন্ট পড়ে নিফটি আপাতত চলছে ২৩ হাজার ৮৯৭ পয়েন্টে।

কিন্তু হঠাৎ করেই আবার কেন ধুঁকছে দালাল স্ট্রিট?

বিশেষজ্ঞদের অনুমান, ভারত-পাকিস্তানের সীমানা আবহাওয়া ‘বিষিয়ে’ যেতেই নতুন করে শঙ্কা তৈরি হয়েছে দালাল স্ট্রিটে। দুই দেশের সম্পর্কের অবনতি মানে, যুদ্ধপরিস্থিতি-সহ একাধিক দিক থেকে বাণিজ্যিক ক্ষতি। সেই শঙ্কাতেই ভুগছেন একাংশের বিনিয়োগকারীরা। মুখ ফেরাচ্ছেন শেয়ার বাজার থেকে।

পাশাপাশি, তাদের আরও অনুমান, গত কয়েক দিন ধরে বিনিয়োগকারীদের টাকা ভালই বাড়িয়েছে শেয়ার বাজার। এবার সেই মুনাফা তুলে নিতেই সপ্তাহের শেষ দিনের ট্রেডকেই হাতিয়ার করেছেন বিনিয়োগকারীরা।

কোন শেয়ারের কী অবস্থা?

শুক্রবার যখন একটু একটু করে পড়েছে শেয়ার বাজার। সেই আবহেও ০.৭০ শতাংশ বেড়েছে TCS। এছাড়াও, Infosys বেড়েছে ০.৬৭ শতাংশ। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক বেড়েছে ০.৩১ শতাংশ। HDFC বেড়েছে ০.০৮ শতাংশ। তবে আজ বিক্রির প্রবাহ বেশি বয়েছে Axis Bank-এর উপর দিয়ে। যখন অন্য ব্যাঙ্কের শেয়ারগুলি ধুঁকতে ধুঁকতে এগিয়ে চলেছে। তখন এই সংস্থার শেয়ার একেবারে পড়েছে ৪.২৮ শতাংশ। এছাড়াও আদানি পোর্ট পড়েছে ৩.৩৮ শতাংশ। ‘নিফটি কিং’ বাজাজ ফিনান্স পড়ে গিয়েছে ২.৬১ শতাংশ।