AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Insurance: বাজি পোড়াতে গিয়ে বিপত্তি ঘটলে কি বিমার কভারেজ পাবেন? জানুন নিয়ম

Firecracker Insurance: বাজি পোড়াতে গিয়ে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। পুড়ে যান বা আহত হন অনেকে। এমনকী, প্রাণহানির ঘটনাও ঘটে। এবার অনেকের মনেই প্রশ্ন, বাজি পোড়াতে গিয়ে যদি এমন কোনও দুর্ঘটনা ঘটে, তবে কি বিমার কভারেজ পাবেন?

Insurance: বাজি পোড়াতে গিয়ে বিপত্তি ঘটলে কি বিমার কভারেজ পাবেন? জানুন নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Oct 30, 2024 | 2:15 PM
Share

নয়া দিল্লি: আলোর উৎসব দীপাবলি। উৎসবের এই দিনে শুধু রঙিন আলো দিয়ে বাড়ি সাজানোই নয়, আতশবাজিও পোড়ান অনেকে। মজা-আনন্দ হলেও, আতশবাজিতে বিপদের ঝুঁকিও থাকে। বাজি পোড়াতে গিয়ে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। পুড়ে যান বা আহত হন অনেকে। এমনকী, প্রাণহানির ঘটনাও ঘটে। এবার অনেকের মনেই প্রশ্ন, বাজি পোড়াতে গিয়ে যদি এমন কোনও দুর্ঘটনা ঘটে, তবে কি বিমার কভারেজ পাবেন? সেই উত্তরই জেনে নেওয়া যাক-

আপনার যে স্বাস্থ্য়বিমা রয়েছে, তাতে অ্যাক্সিডেন্টাল কভারেজ বা দুর্ঘটনার কভারেজ রয়েছে কি না, প্রথমে দেখতে হবে। যদি থাকে, তবে এর মধ্যে বাজি পোড়াতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হলে দুর্ঘটনার কভারেজ পাওয়া যাবে কি না, তা দেখে নিন। যদি থাকে, তবে সাধারণ ক্লেমের নিয়মেই এই বিমার কভারেজ পাবেন।

৯ টাকাতেই বিমা করান-

যদি আপনার কোনও বিমা না থাকে, বা যে বিমা রয়েছে, তাতে আতশবাজি দুর্ঘটনার কভারেজ না পাওয়া যায়, তবে আপনি খুব সস্তায় বিমা করাতে পারেন। ফোনপে (PhonePe) দীপাবলিতে দুর্ঘটনার জন্য বিশেষভাবে ‘ফায়ারক্রাক্যার ইন্সুরেন্স’ চালু করেছে। এর জন্য আপনাকে মাত্র ৯ টাকা প্রিমিয়াম দিতে হবে।

এই বিমার অধীনে আপনি হাসপাতালে ভর্তি এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর কভারেজ পাবেন। দুর্ঘটনায় মৃত্যুতে ২৫ হাজার টাকার কভারেজ পাবেন। এই বিমা পলিসিতে, পলিসি ধারক এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান কভারেজ পাবেন।

এই বিমার মেয়াদ মাত্র ১০ দিন। অর্থাৎ বিমা করানোর ১০ দিনের মধ্যে আপনাকে বিমার সুবিধা ক্লেম করতে হবে। যেদিন আপনি বিমা কিনবেন, তার পরদিন থেকেই এই বিমার বৈধতা চালু হয়ে যাবে।

কীভাবে বিমা করাবেন?

ফোনপে (PhonePe) ফায়ার ক্র্যাকার ইন্স্যুরেন্স কিনতে, প্রথমেই আপনাকে PhonePe অ্যাপ খুলতে হবে।

তারপর বিমা সেকশনে যেতে হবে।

এর পরে হোমপেজ থেকে Firecracker Insurance -এ ক্লিক করতে হবে। এখানে আপনি বিমা সম্পর্কিত সমস্ত তথ্য পড়তে পারেন।

এর পরে আপনি পলিসি পর্যালোচনা করে, পলিসি ধারকের সম্পূর্ণ তথ্য বিবরণ দিয়ে পলিসি কিনতে পারেন।