RBI তো ছুটি দেয়, ইদের দিনেও আজ কেন খোলা থাকবে ব্যাঙ্ক?
RBI: ইদে সাধারণত ছুটি থাকে সমস্ত ব্য়াঙ্ক। তবে কি আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে নাকি খোলা? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে বহু মানুষের মনেই।

নয়া দিল্লি: আজ মার্চ মাসের শেষদিন। চলতি অর্থবর্ষেরও শেষ দিন। আগামিকাল, ১ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষে ২০২৫-২৬। স্বাভাবিকভাবেই ব্যাঙ্কে প্রচুর চাপ। অনেকেরই আবার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন রয়েছে। এদিকে, আজ আবার ইদ-উল-ফিতরও। ইদে সাধারণত ছুটি থাকে সমস্ত ব্য়াঙ্ক। তবে কি আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে নাকি খোলা? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে বহু মানুষের মনেই।
কেন্দ্রীয় ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই দেশের সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্কের ছুটি নির্ধারণ করে। আরবিআই-র ছুটির তালিকা অনুযায়ী, ইদের ছুটি হিসাবে আজ হিমাচল প্রদেশ ও মিজোরাম বাদে বাকি গোট দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। কিন্তু ইদের পাশাপাশি অর্থবর্ষের শেষদিন হওয়ায়, রিজার্ভ ব্যাঙ্কের তরফেই ইদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত ব্যাঙ্ক আজ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৩১ মার্চ অর্থবর্ষের শেষদিন হওয়ায় লেনদেন ও ফিন্যান্সিংয়ের বিভিন্ন রিপোর্ট জমা দেওয়া বাকি থাকে। এই কারণে ব্যস্ততাও চরম থাকে। নতুন অর্থবর্ষে থেকে যেহেতু নতুন আর্থিক হিসাব শুরু হবে, তাই আজ ব্যাঙ্ক খোলা থাকবে।
১ এপ্রিল, নতুন অর্থবর্ষের প্রথম দিনও ব্যাঙ্ক খোলা থাকবে। তবে মেঘালয়, ছত্তীসগঢ়্, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশ আবার বন্ধ থাকবে।
তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার, ব্যাঙ্ক খোলা থাকলেও, সাধারণ গ্রাহকরা তাতে পরিষেবা পাবেন না। কেবল ব্যাঙ্ক সংক্রান্ত কার্যকলাপই হবে এই দুইদিন।





