Gold Price Today: বাজেটেই রইল দাম, সোনার সাধ মেটাতে পারেন আজ…রইল সোনা-রুপোর দর

Gold-Silver Rate: ব্যাঙ্কের লকার থেকে তো আর সবসময় গহনা বের করা সম্ভব নয়। তাই অনেকেই চান হালকা ওজনের গহনা পরতে। আপনার যদি সোনার গহনা কেনার প্ল্যানিং থাকে, তবে রয়েছে সুখবর।

Gold Price Today: বাজেটেই রইল দাম, সোনার সাধ মেটাতে পারেন আজ...রইল সোনা-রুপোর দর
সোনা কেনার আদর্শ সময় এখনই।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 20, 2024 | 8:30 AM

কলকাতা: বিয়ের মরশুম চলছে। চারিদিকে বিয়েবাড়ির অনুষ্ঠান। এই সময়ে একটু সোনা না পড়লে চলে। কিন্তু ব্যাঙ্কের লকার থেকে তো আর সবসময় গহনা বের করা সম্ভব নয়। তাই অনেকেই চান হালকা ওজনের গহনা পরতে। আপনার যদি সোনার গহনা কেনার প্ল্যানিং থাকে, তবে রয়েছে সুখবর। আজ, বুধবারও সাধ্যের মধ্যে থাকল দাম।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭০৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭০ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৭৮২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও একদিনে ১০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯১৬০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯১ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোর।