Gold Price Today: প্রেমে ভাসছে শহর, সপ্তাহের শুরুতেই সস্তা হয়ে গেল সোনাও, কীসের অপেক্ষা আর?

Gold-Silver Price: এই প্রেমের সপ্তাহে প্রিয়জনকে উপহার দেবেন না, এমন হতে পারে? ইলেকট্রনিক্স বা সাজগোজের জিনিস তো সাময়িক সময়ের জন্য, যদি এমন কোনও উপহার দিতে চান, যা আজীবন মনে গেঁথে থাকবে, তবে প্রিয়জনকে উপহার দিতেই পারেন সোনা। পকেটে চাপ থাকলে, বিকল্প হিসাবে রুপোর গহনাও দিতে পারেন, যা বর্তমানে ভীষণ ট্রেন্ডি।

Gold Price Today: প্রেমে ভাসছে শহর, সপ্তাহের শুরুতেই সস্তা হয়ে গেল সোনাও, কীসের অপেক্ষা আর?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 12, 2024 | 10:05 AM

কলকাতা: চলছে প্রেমের সপ্তাহ। আজ হাগ ডে। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। ওই দিনেই আবার সরস্বতী পুজোও রয়েছে, যা বাঙালিদের কাছে প্রেমের দিবসই বটে। এই প্রেমের সপ্তাহে প্রিয়জনকে উপহার দেবেন না, এমন হতে পারে? ইলেকট্রনিক্স বা সাজগোজের জিনিস তো সাময়িক সময়ের জন্য, যদি এমন কোনও উপহার দিতে চান, যা আজীবন মনে গেঁথে থাকবে, তবে প্রিয়জনকে উপহার দিতেই পারেন সোনা। পকেটে চাপ থাকলে, বিকল্প হিসাবে রুপোর গহনাও দিতে পারেন, যা বর্তমানে ভীষণ ট্রেন্ডি। আজ, সপ্তাহের প্রথমদিনেই দাম কমেছে সোনা ও রুপোর। ফলে পকেটে খুব একটা চাপও পড়বে না। আজকের সোনা-রুপোর দর জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১২ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৬৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে দাম।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৯০০ টাকা। একদিনেই ১০০ টাকা কমেছে দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে। আজ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৯৪০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার ৪০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে একদিনে।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৪ হাজার ৯০০ টাকা।