AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Balance: জাস্ট এই মেসেজটা করুন, জেনে যাবেন আপনার Provident Fund-এর ব্যালেন্স!

PF Account Balance: সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা এই উপায় অবলম্বন করে তাঁদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারেন না। আর তাঁদের জন্যই নতুন এই সুবিধা নিয়ে এসেছে EPFO।

EPFO Balance: জাস্ট এই মেসেজটা করুন, জেনে যাবেন আপনার Provident Fund-এর ব্যালেন্স!
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Jun 01, 2025 | 4:53 PM
Share

বেসরকারি কর্মচারীদের একটা ভরসার জায়গা হল প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। আর সময়ের সঙ্গে সঙ্গে এই প্রভিডেন্ট ফান্ডে একাধিক সময়োপযোগী পরিবর্তন নিয়ে এসেছে সরকার। এমনি একটা সুবিধা হল মিসড কল বা মেসেজের মাধ্যমে পিএফের (PF) ব্যালেন্স জানার সুবিধা।

পিএফে কত টাকা আছে তা অনেক সময় বুঝতে পারেন না EPFO-র সদস্যরা। তার জন্য ফোনে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN দিয়ে রেজিস্টার করে তারপর দেখতে হয়। আর এই পদ্ধতি একটু জটিল। ফলে, সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা এই উপায় অবলম্বন করে তাঁদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারেন না। আর তাঁদের জন্যই নতুন এই সুবিধা নিয়ে এসেছে EPFO (Employees’ Provident Fund Organisation)।

ব্যালেন্স কীভাবে জানবেন?

প্রভিডেন্ট ফান্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে প্রথমে ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে একটি মিসড কল দিতে হবে। তার কয়েক সেকেন্ড পরই মোবাইলে একটি টেক্সট মেসেজ আসবে। আর তাতেই পিএফের ব্যালেন্স সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। আর এই মিসড কলের জন্য কোনও চার্জ দিতে হবে না।

টেক্সট মেসেজ করেও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা চেক করা যাবে। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৩৮২৯৯৮৯৯ নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠাতে হবে। সেখানে লিখতে হবে EPFOHO{space}UAN{space}ENG। তাহলেই পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য টেক্সট মেসেজের মাধ্যমে চলে আসবে মোবাইলে।