Budget 2024: মহিলাদের জন্য ১০ বছরে কী কী করেছে মোদী সরকার?
Budget 2024: অর্থমন্ত্রী জানালেন, নিজেদের ব্যবসা শুরু করে মহিলারা যেভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তা উল্লেখযোগ্য। পাশাপাশি, শিক্ষার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।
নয়া দিল্লি: বাজেট বক্তৃতায় নারী শক্তির কথা উঠে এল অর্থমন্ত্রীর মুখে। দেশ জুড়ে গত ১০ বছরে মহিলাদের উন্নয়নে কী করা হয়েছে, বাজেটে সে কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক প্রকল্পের পাশাপাশি উঠে এল শিক্ষা সহ সব ক্ষেত্রে মহিলাদের উপস্থিতির কথা। অর্থমন্ত্রী উল্লেখ করলেন, নিজেদের ব্যবসা শুরু করে মহিলারা যেভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তা উল্লেখযোগ্য।
কী কী বললেন অর্থমন্ত্রী
১. মহিলা উদ্যোগপতিদের জন্য ৩০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে মুদ্রা যোজনার মাধ্যমে।
২. ১০ বছরে উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণের হার বেড়েছে ২৮ শতাংশ।
৩. এই শিক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। প্রতিটি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বাড়ছে মহিলা কর্মীর উপস্থিতি।
৪. তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
৫. লোকসভায় ও বিধানসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে মহিলাদের জন্য।
৬. গ্রামাঞ্চলে পিএম আবাস যোজনার ৭০ শতাংশ বাড়ির মালিকানা বা যৌথ মালিকানা দেওয়া হয়েছে মহিলাদের।