নারীর ক্ষমতায়ন
সারা বছরের সরকারের একটি আর্থিক পরিকল্পনা হল বাজেট। একটি অর্থবর্ষের আয়- ব্যয়ের হিসেব কষে বিভিন্ন খাতে বরাদ্দ ঘোষণা করা হয় বাজেটে। গত কয়েক বছর ধরেই পিছিয়ে পড়া ক্ষেত্রগুলি থেকে মহিলাদের সামগ্রিক উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে ভারত সরকার। তাই মহিলাদের শিক্ষা থেকে কর্মসংস্থান, এমনকি রাজনীতিতেও মহিলাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংসদে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এছাড়া মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যেমন অর্থ উপার্জনের বন্দোবস্ত করা হয়েছে, তেমনই মুদ্রা যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বল্প সুদে বিশেষ ঋণদানের ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদান, এমনকি আয়করের উপর বিশেষ ছাড় দেয় সরকার। এছাড়া মহিলাদের স্বাস্থ্য থেকে নিরাপত্তার দিকে নজর দিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে। স্কুলেই ছাত্রীদের সার্ভাইক্যাল ক্যানসারের টিকা দেওয়ার উদ্যোগও নিয়েছে কেন্দ্রীয় সরকার।