Rohit Sharma: কী রে হিরো… বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারকে ‘খোঁচা’ রোহিত শর্মার
MI vs LSG, IPL 2025: এ বারের আইপিএলে ছন্দ ফিরে পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল মুম্বই ইন্ডিয়ান্স। টানা ৪ ম্যাচ জিতেছে মুম্বই। রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে এমআই।

চলতি আইপিএলে (IPL) নড়বড় করতে করতে এগোচ্ছিল হার্দিক পান্ডিয়ার দল। হঠাৎ করেই হল তাদের গিয়ার বদল। আর এই গিয়ার বদল করেই এল জয়, জয়, জয়, জয়। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টানা ৪ ম্যাচ জিতেছে। এ বার ঘরের মাঠে রবিবাসরীয় ম্যাচে নামবে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। তার আগে ওয়াংখেড়েতে মুম্বই ও লখনউয়ের ক্রিকেটাররা অনুশীলন করছেন। সেখানেই রোহিত শর্মা (Rohit Sharma) এ বার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া এক ক্রিকেটারকে ‘খোঁচা’ দিয়েছেন। নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
রোহিত শর্মার নিশানায় কে? রবিবার বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পন্থ ও হার্দিকের দল মুখোমুখি হবে। তার আগে ওয়াংখেড়েতে লখনউয়ের এক ক্রিকেটারকে দেরি করে অনুশীলনে আসার জন্য ‘খোঁচা’ দিয়েছেন। কে তিনি? এ বারের আইপিএলে তাঁর খেলা হত না। মহসিন খানের পরিবর্ত হিসেবে শেষ মুহূর্তে লখনউ সুপার জায়ান্টস নেয় শার্দূল ঠাকুরকে। সেই তিনিই এ বার হিটম্যানের নজরে।
মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছ, লখনউয়ের মেন্টর জাহির খানের পাশে বসে আসেন রোহিত শর্মা। সেখানে শার্দূলকে তিনি বলেন, ‘কী রে হিরো, এখন আসছিস, ঘরের টিম নাকি?’ রোহিত বরাবর সতীর্থদের সঙ্গে মজা করেন। কখনও যে কারণে ২ বার না ভেবে বলে দেন, ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে।’ কখনও আবার বলেন, ‘হিরোগিরি বাদ মে দিখানা, হেলমেট পেহেন লো।’
When बोरीवली meets पालघर 😂💙#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #MIvLSG pic.twitter.com/pQQMFplNHl
— Mumbai Indians (@mipaltan) April 25, 2025
শার্দূল ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন। সেই সুবাদে এবং জাতীয় দলে খেলার জন্য রোহিতকে কাছ থেকে দেখেছেন। যে কারণে শার্দূলের সঙ্গে তিনি মজার ছলেই এ কথাগুলো বলেছেন।
