AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seema Haider: ‘আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি’, মোদী-যোগীর কাছে দেশে থেকে যাওয়ার কাতর আর্জি ভারতের বউমা সীমার

Pakistan: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরই কড়া পদক্ষেপ করেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের ভিসা।

Seema Haider: 'আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি', মোদী-যোগীর কাছে দেশে থেকে যাওয়ার কাতর আর্জি ভারতের বউমা সীমার
সীমা হায়দার।Image Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: Apr 27, 2025 | 2:59 PM
Share

লখনউ: প্রেমের টানে পাকিস্তান থেকে এসেছিলেন ভারতে। ভারতের সচিন মীনার সঙ্গে সংসার পেতেছিলেন পাকিস্তানের সীমা হায়দার। ২০২৩ সালে খবরের শিরোনামে ছিল সচিন-সীমার এই প্রেমপর্ব। সেই সুখের সংসারে এখন ভয়ের ছায়া। সীমা ভয় পাচ্ছেন যে তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানো হতে পারে।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরই কড়া পদক্ষেপ করেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের ভিসা। ৪৮ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের দেশ ছাড়তে বলা হয়েছে। আর এতেই চিন্তায় পড়েছেন সীমা হায়দার। তিনি আর পাকিস্তানে ফিরতে চান না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়ে সীমা হায়দার বলেন, “আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি ভারতের পুত্রবধূ। আমি পাকিস্তানে ফিরতে চাই না। আমি প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানাচ্ছি যে দয়া করে আমায় ভারতে থাকতে দিন।”

গত মাসেই সীমা হায়দারের কন্যা সন্তান হয়। সীমার দাবি, সচিনের সঙ্গে বিয়ে করার পর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তাঁর আইনজীবীও দাবি করেছেন যে সীমা এখন ভারতীয় নাগরিক। তাই কেন্দ্রের নির্দেশ তাঁর উপরে লাগু হয় না।