AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের বউমা, পাকিস্তানে…! মোদী সরকারকে করুণ আর্জি রাখি সাওয়ান্তের

দেশে যা কিছুই ঘটে যাক না কেন, রাখি সাওয়ান্তের তা নিয়ে একটা মতামত থাকবেই। আর সেই মতামত নিয়ে বিতর্ক ওঠা তো রাখির কাছে একেবারে জলভাত ব্যাপার।

ভারতের বউমা, পাকিস্তানে...! মোদী সরকারকে করুণ আর্জি রাখি সাওয়ান্তের
| Updated on: Apr 26, 2025 | 2:55 PM
Share

দেশে যা কিছুই ঘটে যাক না কেন, রাখি সাওয়ান্তের তা নিয়ে একটা মতামত থাকবেই। আর সেই মতামত নিয়ে বিতর্ক ওঠা তো রাখির কাছে একেবারে জলভাত ব্যাপার। এই কারণেই বলিউডের হট আইটেম গার্ল রাখির আরেক নাম কনট্রোভার্সি কুইন। কখনও বিয়ে, কখনও প্রেম, কখনও আবার পাকিস্তানে গিয়ে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দেন রাখি। আর এবার রাখি যা করলেন, তা নিয়ে সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্য়ালিতে জঙ্গি হামলা নিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। নিন্দার ঝড় গোটা দুনিয়ায়। সরকারের পক্ষ থেকে ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে ফাঁপড়ে পড়েছেন সীমা হায়দার। যিনি ২০২৩ সালে বেআইনি পথে পাকিস্তান থেকে ভারতে এসে ভারতীয় এক যুবকে বিয়ে করেন। এই সীমা হায়দারের পক্ষ নিয়েই কেন্দ্রীয় সরকারকে কাতর আর্জি করলেন রাখি।

সম্প্রতি রাখি সাওয়ান্ত তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তিনি জানান, সীমা হায়দার তো ভারতের বউমা, ওকে এদেশে থাকতে দিন। ওকে পাকিস্তানে দয়া করে পাঠাবেন না। নারীর উপর একটু দয়া করুন। এতে অন্যান্য দেশের কাছে ভারতের সম্মান বাড়বে।

রাখির এই ভিডিও দেখে উত্তাল নেটপাড়া। রাখিকে ট্রোল করতেও ছাড়ছেন না নেটিজেনরা। অনেকে তো বলছেন, রাখিকেই দেশ থেকে বার করে দেওয়া হোক।