পাকিস্তানের দিকে সবার নজর, এই সুযোগেই বড় ষড়যন্ত্র? হাতেনাতে ধরা পড়ল ১২০০ জন!
Bangladeshi: গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চলে। তাতেই বাংলাদেশিদের আটক করা হয়েছে। আপাতত অভিযুক্তদের সুরাট পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।

আহমেদাবাদ: উত্তপ্ত সীমান্ত। পাকিস্তানের দিকে কড়া নজর। আর এই সুযোগেই বড় কোনও ফাঁদ পাতছে বাংলাদেশ? ভারত থেকে যখন পাকিস্তানিদের ফেরত পাঠানো হচ্ছে, সেখানেই বাংলাদেশ থেকে শয়ে শয়ে অনুপ্রবেশকারী ভারতে ঢুকে পড়েছে। গুজরাট থেকে আটক ১২০০-রও বেশি অনুপ্রবেশকারী।
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশেই এক বিশেষ অপারেশন শুরু করা হয়েছিল। সেই অভিযানেই ৫০০-রও বেশি অনুপ্রবেশকারীদের ধরা হল আহমেদাবাদ ও সুরাট থেকে। শুধু আহমেদাবাদ থেকেই ৪০০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সুরাট থেকে ১০০-রও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে।
গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চলে। তাতেই ১২০০-রও বাংলাদেশিদের আটক করা হয়েছে। আপাতত অভিযুক্তদের সুরাট পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত সকলকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এদিকে, একসঙ্গে এত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার পরই গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি দাবি করেছেন যে ধৃতদের কাছ থেকে পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্রের নথি পাওয়া গিয়েছে। আরও বাংলাদেশি লুকিয়ে রয়েছে। তাদের গ্রেফতার করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

