Budget for women: মহিলাদের আর্থ-সামাজিক উন্নতিতে বিশেষ নজর দিতে পারেন নির্মলা
Budget for women: একটি রিপোর্ট বলছে, বিভিন্ন সেক্টরে মহিলা কর্মীর সংখ্য়া কম হওয়া সত্ত্বেও দায়িত্ব থাকে অনেক বেশি। ২০২০ থেকে ২০২২-এর মধ্যে যে সব স্টার্ট আপ শুরু হয়েছে, তার মধ্যে ১৫ শতাংশই মহিলাদের ফান্ডে হয়েছে।
নয়া দিল্লি: মোদী সরকারের আমলে মহিলাদের উন্নয়নের কথা ভাবা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার পূর্ণাঙ্গ বাজেটেও মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হবে বলে জল্পনা বেড়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহিলারা যাতে আরও বেশি স্বাধীন ও স্বাবলম্বী হতে পারে, সেদিকে গুরুত্ব দিতে পারে তৃতীয় মোদী সরকার।
আগামী মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। মহিলাদের আর্থ-সামাজিক উন্নতির জন্য বেশ কিছু ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, মহিলারা স্বনির্ভর হতে পারেন বা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন, এমন প্রকল্পে নজর দেওয়া উচিত।
একটি রিপোর্ট বলছে, বিভিন্ন সেক্টরে মহিলা কর্মীর সংখ্য়া কম হওয়া সত্ত্বেও দায়িত্ব থাকে অনেক বেশি। ২০২০ থেকে ২০২২-এর মধ্যে যে সব স্টার্ট আপ শুরু হয়েছে, তার মধ্যে ১৫ শতাংশই মহিলাদের ফান্ডে হয়েছে। তাই মহিলাদের স্টার্ট আপের ক্ষেত্রে সুবিধা হয়, এমন কিছু ঘোষণা হওয়া উচিত।
তথ্য বলছে, ২০২১-২২-এ মহিলা কর্মীর সংখ্যা ছিল ৩২.৮ শতাংশ আর ২০২২-২৩-এ সেটা বেড়ে হয়েছে ৩৭ শতাংশ। তবে এটাই যথেষ্ট নয় বলে মনে করছে মোদী সরকার। তাই সরকার চাইছে, মহিলা কর্মীর সংখ্যা হোক ৫০ শতাংশ।