AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loan: লোন নিয়ে বেসামাল! পাওনাদারের চাপ সামলাবেন কীভাবে? সমাধানের উপায় বাতলে দিলেন বিশেষজ্ঞরা

Loan: পরিজনদের দাবি তো তেমনই। বীরভূমের লাভপুরের বাবনা গ্রামের বাসিন্দা লক্ষ্মণ মুখোপাধ্যায়। নির্দিষ্ট কিছু কাজ ছিল না তাঁর। দিন কয়েক হল, লাভপুরে একটি মিষ্টির দোকানে কাজ শুরু করেছিলেন। সবসময় তাঁর টানাটানির সংসার। এরই মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন।

Loan: লোন নিয়ে বেসামাল! পাওনাদারের চাপ সামলাবেন কীভাবে? সমাধানের উপায় বাতলে দিলেন বিশেষজ্ঞরা
কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা? Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 17, 2025 | 6:44 PM
Share

কলকাতা: ট্যাংরার দে পরিবার- গত এক মাসে গোটা বাংলার মানুষকে যা ভাবাতে বাধ্য করেছিল, তারপর থেকে পর্ণশ্রী, হালতু কিংবা কলকাতা লাগোয়া মধ্যমগ্রামের ঘটনা। ধরন অনুযায়ী তিন রকমের আত্মহত্যা। মাস খানেক ধরে এই ঘটনাপ্রবাহ বাড়িয়েছে উদ্বেগ। চিকিৎসক পরিভাষায় এই ধরনের ঘটনাকে বলা হয় ‘অ্যানোমিক সুইসাইড’! এই শব্দবন্ধ প্রথম ব্যবহার করেছিলেন ফরাসি সমাজকর্মী এমলি ডুরখেইম। সম্প্রতি ঘটে যাওয়া ‘সুইসাইড প্যাটার্ন’ খতিয়ে দেখে ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সের মনোবিদরা তেমনই মনে করছেন। এই ধরনের প্রবণতায় মানুষের আত্মবিশ্বাস, সামাজিক মূল্যবোধ একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তখন মানুষ নিজের সন্তানকেও শেষ করে দিতে পারেন, একবারও হাত কাঁপে না! কিন্তু শহরের বুকে ঘটে যাওয়া পরপর আত্মহত্যার ঘটনায় একটা বিষয় কমন। বাজারে মোটা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন