আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
দীর্ঘদিন পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৮ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। পরবর্তীতে নাম পরিবর্তন হয়। এই টুর্নামেন্টকে মিনি বিশ্বকাপও বলা হয়ে থাকে। তার কারণ, আট দলের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা। একটি ম্যাচ হারলেই খাদের কিনারায় টিম। ঘুরে দাঁড়ানো কঠিন। শেষ বার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত একাধিকবার এই ট্রফি জিতেছে। শেষ বার ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। গত সংস্করণ অর্থাৎ ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত রানার্স। ২০২৫ অর্থাৎ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারত সব ম্যাচই খেলবে দুবাইয়ে। রোহিত শর্মার নেতৃত্বে ট্রফির স্বপ্নে নামছে টিম ইন্ডিয়া।