Shreyas Iyer: আইসিসির চোখে সেরা, KKR-এর বিরুদ্ধে নামার আগে বড় পুরস্কার শ্রেয়স আইয়ারের ঝুলিতে
রোহিত শর্মার নেতৃত্বে কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এ বারের মিনি বিশ্বকাপে ২৪৩ রান করে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন শ্রেয়স আইয়ার। আইসিসির চোখে শ্রেয়স হয়েছেন সেরার সেরা।

বিগত কয়েক মাস ধরে ক্রিকেট মহলে আলোচনা চলছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে। গত বছরের শেষেও তিনি লাইমলাইটে ছিলেন। ২০২৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়স। এরপর আইপিএলের মেগা নিলামের আগে নাইট শিবির ছাড়েন। কেকেআরকে চ্যাম্পিয়ন বানানোর পরও কেন শাহরুখ খানের দল ছাড়লেন শ্রেয়স? তা নিয়ে আলোচনার অন্ত ছিল না। সেই সব অধ্যায় পেরিয়ে, চলতি আইপিএলে তাঁকে পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে। আজ, মঙ্গলবার মুল্লানপুরে নিজের পুরনো দল, কেকেআরের বিরুদ্ধে নামবেন শ্রেয়স। তার আগে পেলেন বড় পুরস্কার।
মার্চ মাসে আইসিসির সেরা প্লেয়ারের পুরস্কার পেলেন শ্রেয়স আইয়ার। এই পুরস্কার পাওয়ার দৌড়ে শ্রেয়সের পাশাপাশি ছিলেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র। শ্রেয়স বর্তমানে আইপিএলে ব্যস্ত। এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে ছিলেন শ্রেয়স। শেষ মিনি বিশ্বকাপে ২৪৩ রান করেছিলেন। সেই সুবাদে শ্রেয়স ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন।
আইসিসির মাসের সেরার পুরস্কার পেয়ে আপ্লুত শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘মার্চ মাসে আইসিসির সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে গর্বিত লাগছে। এই স্বীকৃতি সত্যিই বিশেষ। কারণ এই মাসেই আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ফলে এই মুহূর্তটা আমার কাছে আজীবন মনে রাখার মতো।’
শ্রেয়স একইসঙ্গে এও বলেন, ‘এত বড় মঞ্চে ভারতের হয়ে অবদান রাখতে পারা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সমর্থন ও বিশ্বাসের জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ। ফ্যানেদের জানাই ধন্যবাদ। তোমাদের শক্তি ও যেভাবে তোমরা উৎসাহিত করো, তাতে আমরা প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হই।’





