Virat Kohli: অনেক প্রশ্নের উত্তর মিলল? পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন বিরাট কোহলি!
ICC Men's ODI World Cup 2027: আপাতত আইপিএলে ব্য়স্ত। ২০০৮ সাল থেকে খেললেও কখনও ট্রফি জিততে না পারার আক্ষেপ রয়েছে তাঁর। এ বার সেটাও মেটাতে চান বিরাট কোহলি। তারপর কী করবেন, তাও জানিয়ে দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।

কলকাতা: প্রশ্নের অন্ত নেই। অবসরের পথে হাঁটবেন? নাকি, আরও মাইলস্টোন অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য। কার্যত সব প্রশ্নেরই উত্তর এক কথায় দিয়ে দিলেন। কেরিয়ার লম্বা হলে উত্থান-পতন থাকে। ব্যাডপ্য়াচের মধ্যে কাটানো সময়টাতে সমালোচনাও কম হয়নি। আবার সেই তিনিই এক বছরে পর পর দুটো আইসিসি ট্রফি জিতে ইতিহাসে সামিল হয়েছেন। এ বার সামনে হাঁটতে চান। আপাতত আইপিএলে ব্য়স্ত। ২০০৮ সাল থেকে খেললেও কখনও ট্রফি জিততে না পারার আক্ষেপ রয়েছে তাঁর। এ বার সেটাও মেটাতে চান বিরাট কোহলি। তারপর কী করবেন, তাও জানিয়ে দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন গত বছর। কিছুদিন আগে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। কেরিয়ারের দিকে তাকালে দুটো ট্রফি এখনও অধরা। ওয়ান ডে বিশ্বকাপ। এবং টেস্টে ভারতকে বিশ্বসেরা করা। জুন মাসে নতুন টেস্ট সার্কেলে পা রাখবে ভারত। ইংল্যান্ড সফর বিরাটের কাছে বড় পরীক্ষা। ইংল্যান্ড সফরের পরই ৩৫ বছরের ক্রিকেটার অবসরের পথে হাঁটবেন, তেমন সম্ভাবনা নেই। উল্টে তিনি ভাবতে শুরু করেছেন ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে। এক অনুষ্ঠানে বিরাটকে জিজ্ঞেস করা হয়, তাঁৎ পরবর্তী লক্ষ্য কী? বিরাট উত্তর দিয়েছেন, ‘আমার পরবর্তী বড় পদক্ষেপ? এই মুহূর্তে বলা মুশকিল। পরের ওয়ান ডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব।’
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট। ওয়ান ডে এবং টেস্ট খেলা চালিয়ে যেতে চান। ক্রিকেট মহল থেকে বিশেষজ্ঞরা কিন্তু এক কথায় স্বীকার করে নিচ্ছেন, বিরাটের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। তিনিও খোলা মনে দেশের হয়ে সেরাটা দিতে চান। ট্রফির দিকেই যত ফোকাস তাঁর। একই সঙ্গে পারফর্মও করতে চান সমানতালে। তবে বিরাট এখন তাকিয়ে আইপিএলের দিকে। এই একটা ট্রফি জেতার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন। এ বার জিততে পারলে এতদিনের আক্ষেপ মিটবে।





