IPL 2025, Axar Patel: ক্যাপ্টেন হিসেবে অক্ষর প্যাটেল কেমন? মুখ খুললেন সতীর্থরা
IPL 2025, Delhi Capitals: আইপিএলে এ বার দিল্লি ক্যাপিটালসের পাকাপাকি ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। এর আগে ঋষভ পন্থের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। তবে এ বার অনেক বড় দায়িত্ব। ক্যাপ্টেন হিসেবে অক্ষর প্যাটেল কেমন? মুখ খুললেন তাঁর সতীর্থরাই।

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। আইসিসি টুর্নামেন্টের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিনটি ওয়ান ডে খেলেছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল অক্ষর প্যাটেলকে। শুধু তাই নয়, ব্যাটিং অর্ডারেও প্রোমোশন দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্পেশালিস্ট ব্যাটার লোকেশ রাহুলের আগে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে অক্ষরকে। টিমে যে তাঁর গুরুত্ব বেড়েছে, তখন থেকেই পরিষ্কার। আইপিএলে এ বার দিল্লি ক্যাপিটালসের পাকাপাকি ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। এর আগে ঋষভ পন্থের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। তবে এ বার অনেক বড় দায়িত্ব। ক্যাপ্টেন হিসেবে অক্ষর প্যাটেল কেমন? মুখ খুললেন তাঁর সতীর্থরাই। কী বলছেন?
দিল্লি ক্যাপিটালসের তরুণ প্রোটিয়া ব্যাটার ত্রিস্তান স্টাবস বলেন, ‘আমার মতে, ও টিমে থাকাটাই বোনাস। বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। গত মরসুমে আরসিবি ম্যাচটায় ওর নেতৃত্বে খেলেছি। মাঠে ঠান্ডা মাথার। বোলারদেরও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেছে। এবছর আশাকরি দারুণ ভাবে ক্যাপ্টেন্সি করবে, আমরাও ওকে সেই এনার্জির জোগান দেব।’
দিল্লির হয়ে ২০১৯ থেকে খেলছেন অক্ষর। এখনও অবধি ৮২টি ম্যাচ খেলেছেন। দলের আর এক তরুণ, কিপার-ব্যাটার অভিষেক পোড়েল বলেন, ‘অক্ষর ভাই ক্যাপ্টেন্সি করবে, এটা দারুণ ব্যাপার। ও দীর্ঘ সময় ধরে এই টিমে রয়েছে। টিমের পরিবেশটা খুব ভালো ভাবেই জানে। আমাদের জন্যও দারুণ দিক। ও দাদার মতো পাশে থাকবে। মাঠের বাইরে কিন্তু খুবই মজার মানুষ। তবে মাঠে পুরোপুরি ফোকাসড। ওর নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি এ বার আমরা ট্রফি জিতব।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা করুণ নায়ারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষরের নতুন সতীর্থ অভিজ্ঞ এই ক্রিকেটার বলছেন, ‘অক্ষর দীর্ঘ সময় টিমে রয়েছে। ও দুর্দান্ত ক্যাপ্টেন হবে। ও এমনই একজন, যে টিমের সমস্ত কিছু জানে, প্রত্যেকটা প্লেয়ারের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল, ওর নিজের মধ্যেও বৈচিত্র রয়েছে।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ট্রফি জেতেনি দিল্লি ক্যাপিটালস। ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নতুন মরসুম শুরু করতে চলেছে। এ বার অপেক্ষা ট্রফি খরা কাটানোর।





