KKR, IPL 2025: ছিটকে গেলেন এক্সপ্রেস গতির পেসার, প্রাক্তন নাইটকে ফেরাল কেকেআর
IPL 2025, Eden Gardens: আইপিএলের মেগা অকশনে এক্সপ্রেস গতির পেসার উমরান মালিককে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন এই পেসার। পরিবর্ত হিসেবে প্রাক্তন নাইটকেই ফেরাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরসুম শুরুর অপেক্ষা। শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচ। আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা। তার আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মেগা অকশনে এক্সপ্রেস গতির পেসার উমরান মালিককে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন এই পেসার। পরিবর্ত হিসেবে প্রাক্তন নাইটকেই ফেরাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কলকাতা নাইট রাইডার্সের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে উমরান মালিকের ছিটকে যাওয়ার কথা। যদিও তাঁর চোট কীসের সে বিষয়ে আইপিএলের তরফেও পরিষ্কার করা হয়নি। উমরান মালিকের পরিবর্তে বাঁ হাতি পেসার চেতন সাকারিয়াকে ৭৫ লক্ষ টাকায় সই করাল কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর গত মরসুমেও চেতন সাকারিয়াকে নিয়েছিল। যদিও এক ম্যাচেও সুযোগ পাননি।
কেকেআরের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে চেতন সাকারিয়াকে নিয়ে। যদিও সেটি গত মরসুমের প্র্যাক্টিসের ভিডিয়ো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেতন সাকারিয়া পরিচিত নাম। আইপিএলে সব মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে নিয়েছেন ২০টি উইকেট। ইকোনমি ৮.৪৩। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল এই বাঁ হাতি পেসারের। এরপর দিল্লি ক্যাপিটালসেও ছিলেন।
HE. IS. BACK! 🔥💜 pic.twitter.com/fdfnhQvVJF
— KolkataKnightRiders (@KKRiders) March 16, 2025





