Tarique Rahman: এক মুহূর্তও সময় নষ্ট নয়, বিমানবন্দর থেকেই ইউনূসকে ফোন তারেকের, কী কথা হল?
Bangladesh: আজ সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামেন তারেক রহমান। এরপর সেখান থেকে আরেকটি বিমানে ঢাকায় আসেন। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ (স্থানীয় সময়) তিনি ভিআইপি গেট দিয়ে বের হন।

ঢাকা: পথটা কম ছিল না। অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। অবশেষে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান (Tarique Rahman)। সিলেট হয়ে ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরেই আবেগঘন হয়ে পড়েন তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।
আজ সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামেন তারেক রহমান। এরপর সেখান থেকে আরেকটি বিমানে ঢাকায় আসেন। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ (স্থানীয় সময়) তিনি ভিআইপি গেট দিয়ে বের হন। বিমানবন্দরের বাইরে এসে বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। জুতো খুলে খালি পায়ে দাড়িয়ে থাকেন। হাতে তুলে নেন এক মুঠো মাটিও। এত বছর পর দেশে ফিরতে পেরে আবেগঘন হয়ে পড়েন তিনি।
তাঁকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ যে বাসের ব্যবস্থা করা হয়েছিল, তার সামনে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। তারপর সংবর্ধনাস্থলের দিকে রওনা দেন। এই অনুষ্ঠানের পর তারেক যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখানেই ভর্তি রয়েছেন তারেক রহমানের মা তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া।
অন্যদিকে, বাংলাদেশে নেমেই অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকেই ইউনূসের সঙ্গে কথা বলেন। তবে তাদের মধ্যে কী বিষয় নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।
