LSG, IPL 2025: ছক্কা হাঁকিয়ে… ‘রবিনহুড’ নিকোলাস পুরানকে গ্র্যান্ড ওয়েলকাম জানাল লখনউ
Watch Video: সলমন খান অভিনীত বলিউড সিনেমা 'দাবাঙ্গ' এর মতো পুলিশের উর্দি পরে নানা কথা বলছিলেন নিকোলাস পুরান। সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া সাইটে।

কলকাতা: আইপিএলের দামামা বেজে গিয়েছে। একটা করে দিন এগোচ্ছে, আর ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। আর এক সপ্তাহও বাকি নেই ভারতের কোটপতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরু হতে। এ বার লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলাস পুরান (Nicholas Pooran)। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের আগে পুরানকে ২১ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল লখনউ। এ বার তিনিই টিমের সঙ্গে যোগ দিয়েই ধরা দিলেন ‘দাবাঙ্গ’ লুকে।
সলমন খান অভিনীত বলিউড সিনেমা ‘দাবাঙ্গ’ এর মতো পুলিশের উর্দি পরে নানা কথা বলছিলেন নিকোলাস পুরান। সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া সাইটে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এসে গিয়েছে লখনউয়ের রবিনহুড। রবিন হুড পুরান।”
পঁচিশের আইপিএলে নিকোলাস পুরান দাবাঙ্গ হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমি এখানকার রবিনহুড, রবিনহুড পুরান।” এরপর ওই ভিডিয়োতে পুরানকে বলতে শোনা যায়, “সিঙ্গল নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তা ছাড়া ছয় মেরেও ম্যাচ জেতাতে পারি। আমি তোমাদের এত ছয় মারব যে, তুমি কনফিউজ হয়ে পড়বে যে, বাউন্ডারিতে ফিল্ডার আছে নাকি বল বয়।”
এখানেই শেষ নয়, এরপর একজন পুরানকে জিজ্ঞাসা করে, এক ওভারে ১৫ রান করতে পারবেন কিনা। উত্তরে তিনি বলেন, “ভরসা আছে, হিম্মত আছে আর শক্তিও আছে। সঙ্গে পাগলপন অনেকটা।” এরপর তিনি বলেন, কারা সিঙ্গল নেবে, কারা ডাবলস নেবে আর কারা ছয় মারবে। শেষে দেখা যায়, পুরান একাই দাঁড়িয়ে ছিলেন ছক্কা মারার তালিকায়।
Aa gaye Lucknow ke Robin Hood. Robin Hood Pooran 😎 pic.twitter.com/EhrtxddLXQ
— Lucknow Super Giants (@LucknowIPL) March 16, 2025





