IPL 2025: অকশনে অবিক্রিত, আইপিএলে দরজা খুলছে ভারতীয় অলরাউন্ডারের!
IPL 2025, Lucknow Super Giants: আইপিএলে দরজা খুলছে! সম্ভাবনা জোরালো। দেশের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুর সুযোগ পেতে পারেন লখনউ সুপার জায়ান্টসে। এমন সম্ভাবনার অনেক কারণও রয়েছে।

ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী পারফর্ম করেছেন। একটা সময় জাতীয় দলের অন্যতম ভরসা ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ধারাবাহিক খেলেছেন। মুম্বইয়ের এই অলরাউন্ডার অবশ্য মেগা অকশনে হতাশ হন। আইপিএলের দু-দিনের মেগা অকশনে অবিক্রিতই রয়ে গিয়েছিলেন। তাঁকে ঘিরে জোর আলোচনা। আইপিএলে দরজা খুলছে! সম্ভাবনা জোরালো। দেশের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুর সুযোগ পেতে পারেন লখনউ সুপার জায়ান্টসে। এমন সম্ভাবনার অনেক কারণও রয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে ২২ মার্চ। লখনউ সুপার জায়ান্টস তাদের অভিযান শুরু করবে ২৪ মার্চ। শুরুতেই প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শক্তিশালী দল গড়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও একাধিক পেসারের চোটে অস্বস্তিও রয়েছে। তেমনই বিদেশি অলরাউন্ডার মিচেল মার্শকেও শুধুমাত্র ব্যাটার হিসেবেই পাওয়া যাবে বলে খবর। চোট রয়েছে পেসার আবেশ খানেরও। এমন পরিস্তিতিতে শার্দূলকে নেওয়া হতেই পারে।
এই খবরটিও পড়ুন




লখনউ এ বার রিটেন করেছিল তাদের এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবকে। যদিও তিনি ফিট নন। আইপিএলের প্রথম অর্ধেই হয়তো তাঁকে পাওয়া যাবে না। চোট আর এক পেসার মহসিন খানেরও। এর মাঝেই লখনউয়ের প্র্যাক্টিস সেশনে দেখা মিলেছে শার্দূল ঠাকুরের। টিমের সঙ্গে প্র্যাক্টিস করছেন এই অলরাউন্ডার। তাও আবার লখনউ জার্সিতেই। এমনকি লখনউ সুপার জায়ান্টস টিমের সঙ্গে হোলি সেলিব্রেশনেও দেখা মিলেছে। মনে করা হচ্ছে, দ্রুতই ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে শার্দূলকে নেওয়া হতে পারে।





