Virat Kohli: মাঠে সেই আগ্রাসন কোথায়? নিজের আগ্রাসী মেজাজ নিয়ে অকপট বিরাট কোহলি
RCB, IPL 2025: ২ মার্চ আইপিএল (IPL) শুরু হতে চলেছে। তার আগে আরসিবির (RCB) একটি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে গিয়েছিলেন বিরাট। সেখানেই আগ্রাসন নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। বেশ খোলামেলা উত্তর দিয়েছেন তিনি।

কলকাতা: কিং কোহলির আগ্রাসন কোথায়? অতীতে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং ক্যারিশ্মার পাশাপাশি আগ্রসণ নিয়ে হত ভীষণ আলোচনা। সম্প্রতি মাঠে তিনি আগের থেকে শান্ত হয়ে গিয়েছেন। যে কারণে, আবার চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে। ২২ মার্চ আইপিএল (IPL) শুরু হতে চলেছে। তার আগে আরসিবির (RCB) একটি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে গিয়েছিলেন বিরাট। সেখানেই আগ্রাসন নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। বেশ খোলামেলা উত্তর দিয়েছেন তিনি।
শেষ অস্ট্রেলিয়ান সফরে গিয়ে বর্ডার গাভাসকর ট্রফিতে অজি তরুণ তুর্কি স্যাম কন্টাসের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন বিরাট। তা নিয়ে জোর চর্চা হয়েছিল। মাঠ হোক বা মাঠের বাইরে কোহলি একবার আলোচনার কেন্দ্রে এলে লাইমলাইট থেকে সরেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অর্থে কোহলিকে আগ্রাসী মেজাজে দেখা যায়নি। এর কারণ কী? এই প্রসঙ্গ উঠতেই বিরাট বলেন, “সত্যি বলতে গেলে আমি জানি না আমার কী করা উচিত। আগে আমার আগ্রাসন নিয়ে সকলের সমস্যা ছিল। আর এখন আমার শান্ত থাকা নিয়েও সকলের সমস্যা হচ্ছে। এ বিষয়ে বুঝতেই পারি না। তাই এটা নিয়ে ভাবি না।”
সেখানেই থেমে থাকেননি বিরাট। আরও বলেন, “আমি যে ধরনের মানুষ, আমার যেমন ব্যক্তিত্ব তাতে হ্যাঁ মাত্রাছাড়া হয়ে যাওয়াটা আমার স্বাভাবিক প্রবণতা। আর আমি তো এটা কোনওদিন লুকোইনি। হ্যাঁ তবে সব সময় তা দেখানো হয়তো ঠিক হয়নি। তবে আমি কিন্তু একটা দায়িত্ব থেকেই এটা করেছি। বরাবর চেয়েছি যাতে দল জিততে পারে। তাই সকলে দেখতে পাবে উত্তেজক পরিস্থিতিতে উইকেট নেওয়ার পর আমি উচ্ছ্বাসে ফেটে পড়েছি। কারণ, ওই মুহূর্তে আমার মনে হয়েছে ওই ভাবে উল্লাস করাটা উচিত। আর আমি তাই সেটাই করেছি।”
এই খবরটিও পড়ুন




আমার প্রতিযোগিতামূলক মানসিকতায় কোনও পরিবর্তন আসেনি। তাই আমার মনে হয়, আক্রমণাত্মক আচরণ তুলে না ধরলেও যে কেউ একইরকম আগ্রাসী হতে পারেন। অতীতে হতাশা থেকেও আমার মধ্যে অনেক কিছু ফুটে উঠত। কিন্তু সাম্প্রতিক অতীতে বুধতে পেরেছি সেটা ঠিক করিনি। আমি নিজেও এই বিষয়গুলোয় খুব একটা ভালো বোধ করিনি।”





