SRH IPL 2025 Preview: শক্তির ব্যবহার কীভাবে, সানরাইজার্সে দ্বিধা! কী হতে পারে একাদশ?
Sunrisers Hyderabad Best Playing XI: ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এ বার যেন আরও শক্তিশালী সানরাইজার্স। আর সেটাই সমস্যারও। একাদশ গড়তে হিমসিম খেতে হতে পারে সানরাইজার্সকে। কী হতে পারে তাদের একাদশ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখেছেন ক্রিকেট প্রেমীরা। সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। এ ছাড়া মিডল ওভারে হেনরিখ ক্লাসেন। নীতীশ কুমার রেড্ডিও বিধ্বংসী ইনিংস খেলেছেন। অনেক ম্যাচেই মনে হয়েছে, ৩০০ তুলে দেওয়া অপেক্ষা মাত্র। আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছে এবং নিজেদের রেকর্ড ভেঙেছেও তারা। চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও ফেভারিট ছিল। যদিও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এ বার যেন আরও শক্তিশালী সানরাইজার্স। আর সেটাই সমস্যারও। একাদশ গড়তে হিমসিম খেতে হতে পারে সানরাইজার্সকে। কী হতে পারে তাদের একাদশ?
আইপিএলের নতুন মরসুম শুরু ২২ মার্চ। পরদিন ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। তারা মূলত কোর টিমটাই ধরে রেখেছে। সঙ্গে ঘরোয়া প্রতিভাও যোগ হয়েছে। এ ছাড়া বিদেশি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে নিয়েছিল সানরাইজার্স। মহম্মদ সামির মতো পেসার এ বার হায়দরাবাদে। উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণকেও নিয়েছে। এখনও অবধি যা পরিস্থিতি, চেনা মুখই দেখা যাবে সানরাইজার্স একাদশে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে সানরাইজার্সের একাদশ হতে পারে-প্যাট কামিন্স (ক্যাপ্টেন), ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, রাহুল চাহার, মহম্মদ সামি, হর্ষল প্যাটেল, অ্যাডাম জাম্পা, সিমরনজিৎ সিং। নতুন এক ব্যাটারকে নিয়েও অবশ্য হইচই চলছে। যিনি প্র্যাক্টিস ম্যাচে ঝড় তুলেছিলেন। অনিকেত ভার্মা। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসটাও করতে পারেন। অলরাউন্ডার এবং ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে সিমরনজিতের পরিবর্তে অনিকেত ভার্মাকেও দেখা যেতে পারে। আর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তো রয়েইছে।





