PM Modi: মার্কিন গোয়েন্দা প্রধানকে মহাকুম্ভের গঙ্গাজল, রুদ্রাক্ষের মালা উপহার মোদীর
PM Modi: গত ২ মাসে মোদীর সঙ্গে গ্যাবার্ডের এটি দ্বিতীয় বৈঠক। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তাঁদের মধ্যে বৈঠক হয়েছিল। সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা নিয়ে তখন তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল।

নয়াদিল্লি: ভারত সফরে এসেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার বৈঠক করেন তিনি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন মার্কিন গোয়েন্দা প্রধানকে পিতলের কলসে প্রয়াগরাজের মহাকুম্ভের গঙ্গাজল উপহার দেন মোদী। একটি রুদ্রাক্ষের মালাও দেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নানা ইস্যুতে গ্যাবার্ডের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বৈঠক শেষে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, সন্ত্রাস দমনে দুই দেশই দায়বদ্ধ। সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সুরক্ষা বিষয়ক অংশীদারি নিয়েও মোদী-গ্যাবার্ডের আলোচনা হয়েছে। এদিন বৈঠকের পর গ্যাবার্ডের হাতে মহাকুম্ভের গঙ্গাজল ও রুদ্রাক্ষের মালা তুলে দেন মোদী।
এই খবরটিও পড়ুন




VIDEO | PM Narendra Modi (@narendramodi) met US Director of National Intelligence Tulsi Gabbard (@TulsiGabbard) earlier today.
(Source: Third Party) pic.twitter.com/GRalYq52En
— Press Trust of India (@PTI_News) March 17, 2025
গত ২ মাসে মোদীর সঙ্গে গ্যাবার্ডের এটি দ্বিতীয় বৈঠক। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তাঁদের মধ্যে বৈঠক হয়েছিল। সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা নিয়ে তখন তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পথ প্রশস্ত হয়েছিল ওই আলোচনায়।
এদিন মোদীর সঙ্গে বৈঠকের আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন গ্যাবার্ড। দুই দেশের একাধিক ইস্যু নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেখানেও দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার কথা উঠে আসে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও এদিন বৈঠক করেন গ্যাবার্ড। সূত্রের খবর, আমেরিকার মাটিতে খলিস্তানি জঙ্গিদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনাথ ও দোভাল।





