বড়দিনে মস্ত বড় উপহার! এবার জ্যাকলিনকে কী দিলেন ‘ঠগ’ সুকেশ?
বড়দিন উপলক্ষে ফের জেল থেকে জ্যাকলিনকে এক দীর্ঘ চিঠি লিখলেন তিনি। আর সেই চিঠিতেই রয়েছে এক বিস্ফোরক উপহারের ঘোষণা। এবার সুকেশ তাঁর প্রিয় ‘বেবি’কে উপহার দিলেন আমেরিকার বেভারলি হিলসে এক বিশাল ম্যানশন বা রাজপ্রাসাদ, যার নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’।

জেলবন্দি থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেসের প্রতি নিজের ‘প্রেম’ জাহির করতে বিন্দুমাত্র কার্পণ্য করছেন না ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখর। বড়দিন উপলক্ষে ফের জেল থেকে জ্যাকলিনকে এক দীর্ঘ চিঠি লিখলেন তিনি। আর সেই চিঠিতেই রয়েছে এক বিস্ফোরক উপহারের ঘোষণা। এবার সুকেশ তাঁর প্রিয় ‘বেবি’কে উপহার দিলেন আমেরিকার বেভারলি হিলসে এক বিশাল ম্যানশন বা রাজপ্রাসাদ, যার নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’।
উপহারের বহর দেখে তাজ্জব নেটপাড়া। সুকেশ তাঁর চিঠিতে লিখেছেন, “মেরি ক্রিসমাস বেবি। এই উৎসব আমাকে সবসময় তোমার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়। তোমার প্রতি আমার যে পাগলামি ভরা ভালবাসা, তা সত্যিই স্মরণীয়।” চিঠিতে আক্ষেপের সুরে সুকেশ আরও বলেন, “আজকের এই বিশেষ দিনে তোমার সেই মিষ্টি ‘বানি স্মাইল’ দেখতে পারছি না বলে আমার মন খুব খারাপ। তাই এই উৎসবে আমি তোমাকে উপহার দিচ্ছি ‘লাভ নেস্ট’— যা বেভারলি হিলসে আমাদের নতুন ঠিকানা।”
উপহারের ফিরিস্তি এখানেই শেষ নয়। সুকেশ দাবি করেছেন, এই বিশাল বাড়ির চারপাশে রয়েছে তাঁদের নিজস্ব একটি ‘১৯ হোল’-এর গল্ফ কোর্স। রসিকতা করে তিনি চিঠিতে যোগ করেছেন, “বেবি, গোটা আমেরিকায় এই বাড়িটি অনন্য। আমি নিশ্চিত যে আমাদের এই ‘লাভ নেস্ট’ দেখলে ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বিখ্যাত বাড়ি ‘মার-এ-লাগো’-ও হিংসে করবে।”
বিরক্ত জ্যাকলিন, তবুও থামছেন না সুকেশ হোলি থেকে ইস্টার, এমনকি নিজের জন্মদিনেও জেল থেকে নিয়মিত জ্যাকলিনকে চিঠি পাঠান সুকেশ। এর আগে অভিনেত্রী দিল্লির আদালতের দ্বারস্থ হয়ে এই ধরণের অনাকাঙ্ক্ষিত চিঠির বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাতে যে সুকেশের উৎসাহে ভাটা পড়েনি, বড়দিনের এই চিঠি তার প্রমাণ।
ইডি-র নজরে অভিনেত্রী প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সুকেশের পাশাপাশি জ্যাকলিনকেও সহ-অভিযুক্ত হিসেবে নাম দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র অভিযোগ, সুকেশের অপরাধের কথা জেনেও তাঁর কাছ থেকে প্রায় ৭ কোটি টাকার দামি গয়না, পোশাক এবং বিলাসবহুল গাড়ি উপহার হিসেবে নিয়েছেন অভিনেত্রী। যদিও জ্যাকলিন সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না।
