Tesla, IndusInd Bank: পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?
Share Market News: পরপর লোয়ার সার্কিট হিট করে দিনের শেষে ২৭ শতাংশের বেশি নেমে গিয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম। গতকাল ১৫ শতাংশের বেশি পড়েছে মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা।
আজ হুড়মুড়িয়ে পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। পরপর লোয়ার সার্কিট হিট করে দিনের শেষে ২৭ শতাংশের বেশি নেমে গিয়েছে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক ইন্ডাসইন্ড। ১ দিনে ২৪৩ টাকার বেশি নেমেছে এই সংস্থার শেয়ারের দাম।
ভারতের ব্যাঙ্ক হুড়মুড়িয়ে পড়ার আগে গতকালই ১৫ শতাংশের বেশি পড়েছে মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Mar 11, 2025 06:56 PM
Latest Videos