Share Price Surges: বুলেট ট্রেন আসার আগেই বুলেট গতি রেলের শেয়ারে, ছিল নাকি আপনার?
IRFC: বুলেটের গতিতে ছুটল ভারতীয় রেলের সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের শেয়ারের দাম। নবরত্ন স্টেটাস পাওয়ার ঘোষণার পর কিছুটা বেড়েছিল আইআরসিটিসির শেয়ারের দামও।
জুলাই মাসের পর ক্রমাগত নেমেছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের শেয়ারের দাম। অবশেষে খানিকটা বাড়ল রেলের এই শেয়ারের দাম। ২ দিনে সব মিলিয়ে প্রায় ৫.৩৭ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম।
কেন্দ্র সরকারের ‘ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ’ ৩ মার্চ, সোমবার জানিয়েছে যে IRFC ও IRCTC-কে (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন) এই নবরত্ন স্টেটাস দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে একদম উপরের স্তরের সংস্থাগুলোকে নবরত্ন স্টেটাস দেওয়া হয়। এই দুই সংস্থাকে নিয়ে ভারতে এখনও পর্যন্ত ২৬টি নবরত্ন কোম্পানি রয়েছে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।