Good Habits: এইভাবে চললে আপনিও হবে কোটি কোটি টাকার মালিক!
Warren Buffett: ওয়ারেন বাফেটের সাফল্য শুধুমাত্র সঠিক স্টক বেছে নেওয়া বা লাভজনক কোথায় বিনিয়োগ করায় নয়। তাঁর সাফল্য একটা দৈনিক অভ্যাস, নিরলস শিক্ষণ, নিয়মানুবর্তিতা, মিতব্যয়ীতা, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক ও একটি দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা রাখা।
ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ১৫ হাজার ৪৫০ কোটি আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার ৯০৫ কোটি টাকা। তথ্য বলছে, তাঁর এই সম্পদের ৯০ শতাংশই তিনি উপার্জন করেছেন তাঁর বয়স ৬০ পেরিয়ে যাওয়ার পর।
ওয়ারেন বাফেটের সাফল্য শুধুমাত্র সঠিক স্টক বেছে নেওয়া বা লাভজনক কোথায় বিনিয়োগ করায় নয়। তাঁর সাফল্য একটা দৈনিক অভ্যাস, নিরলস শিক্ষণ, নিয়মানুবর্তিতা, মিতব্যয়ীতা, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক ও একটি দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা রাখা। আর এই সব একসঙ্গেই তাঁকে আজ ওয়ারেন বাফেট বানিয়েছে।
কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।