IPL 2025: KKR-এ অনরিখ নর্টজের দ্বিতীয় ইনিংস, প্রতিপক্ষদের সামনে আগুনে পেস আছড়ে দিতে তৈরি প্রোটিয়া সুপারস্টার
KKR, IPL 2025: প্রোটিয়া সুপারস্টার অনরিখ নর্টজেকে (Anrich Nortje) কলকাতা নাইট রাইডার্সে নতুন নন। তবে হ্যাঁ, এই নতুন মরসুমে তিনি অবশ্যই নতুন। আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে হোমকামিং নিয়ে কী বলছেন নর্টজে?

কলকাতা: তৈরি তাঁর আগুনে পেস। যে কোনও প্রতিপক্ষ তাঁর সামনে অসহায় বোধ করতে পারে। ক্রিকেটের নন্দনকাননের বাউন্সি পিচে কেকেআরের (KKR) তুরুপের তাস হতে পারেন তিনি। তাঁকে নিয়ে এ কথা অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন। কে তিনি? কথা হচ্ছে প্রোটিয়া সুপারস্টার অনরিখ নর্টজেকে (Anrich Nortje) নিয়ে। কলকাতা নাইট রাইডার্সে তিনি নতুন নন। তবে হ্যাঁ, এই নতুন মরসুমে তিনি অবশ্যই নতুন। আইপিএলের (IPL) নতুন মরসুম শুরু হওয়ার আগে হোমকামিং নিয়ে কী বলছেন নর্টজে?
বারুদ তাঁর মধ্যে টইটম্বুর। দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনরিখ নর্টজেকে গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপে শেষ বার খেলতে দেখা গিয়েছিল। এরপর তাঁকে আর কোনও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। তা চিন্তায় রেখেছিল নাইটদের। মেগা নিলামে ৬.৫ কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে তাঁকে। সকল উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে অ্যাকশনে নেমে পড়েছেন নর্টজে।
শেষ ২০১৯ সালে কেকেআরে ছিলেন নর্টজে। ফের নাইট জার্সিতে আইপিএলে খেলবেন প্রোটিয়া তারকা। তিনি বলেন, “কেকেআরই প্রথম আমাকে সমর্থন করেছিল। এখানে আবার আসতে পেরে সত্যিই দারুণ লাগছে। সবকিছু কেমন এগোবে, তার জন্য খুবই আগ্রহী ও উত্তেজিত আমি।”
আবার ইডেনে খেলার সুযোগ পাবেন। কেমন লাগছে তার জন্য? এই প্রশ্নের উত্তরে নর্টজে বলেন, “দারুণ জায়গা। অসাধারণ গ্রাউন্ড। মরসুম শুরু হওয়ার অপেক্ষায় আছি। প্রথম ম্যাচের জন্য ভীষণ উত্তেজিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রস্তুতি ভালো মতো নেওয়া। আশা করছি মরসুমটা ভালো কাটবে।”
নাইট সমর্থকদের ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন নর্টজে। টুর্নামেন্টে তাঁদের উপস্থিতিও গুরুত্বপূর্ণ বলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা। তিনি বলেন, “সকল ফ্যানদের জন্য বলব, তোমাদের মাঠে দেখার অপেক্ষা করছি। ম্যাচে তোমাদের আসতেই হবে। ট্রেনিংয়ের সময় এখনই দেখতে পাই বেশ কয়েকজনকে। সকলের এত সমর্থনের জন্য ধন্যবাদ।”





