IPL 2025, Rishabh Pant ভিডিয়ো: পার্টটাইম কিপার-ব্যাটার, ফুলটাইম সিঙ্গার! ঋষভ পন্থে মুগ্ধ জাহির খান
IPL 2025, Lucknow Super Giants: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে এমন মেজাজেই দেখা গেল লখনউয়ের নতুন নবাব ঋষভ পন্থকে। যা দেখে মুগ্ধ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও। এ বার লখনউ সমর্থকদের মুখে হাসি ফোটানোর পালা।

উইকেটের পিছনে তাঁর কারনামা অনেকেই দেখেছেন। তেমনই ব্যাট হাতেও বিধ্বংসী রূপ দেখা গিয়েছে। স্টাম্প মাইকে তাঁর নানা মজার মন্তব্য আইকনিক হয়ে উঠেছে ধারাভাষ্যকারদের কাছেও। সেই ঋষভ পন্থ গানটাও যেন একই প্যাশন নিয়ে করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে এমন মেজাজেই দেখা গেল লখনউয়ের নতুন নবাব ঋষভ পন্থকে। যা দেখে মুগ্ধ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও। এ বার লখনউ সমর্থকদের মুখে হাসি ফোটানোর পালা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার নতুন দলে ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস তাঁকে রিটেন করেনি। যা চমকে দেওয়ার মতোই বিষয় ছিল। মেগা অকশনে তাঁকে নিতে মরিয়া লড়াইয়ে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুল আর থাকতে না চাওয়ায় ক্যাপ্টেন হিসেবে ঋষভ পন্থকেই টার্গেট করেছিল লখনউ। মেগা অকশনে দিল্লি ক্যাপিটালসও তাঁকে নিতে ঝাঁপিয়েছিল। স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়ে লখনউ। রাইট টু ম্যাচ কার্ডও অ্যাপ্লাই করে দিল্লি। শেষ অবধি ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ। ক্যাপ্টেনও করেছে।
আইপিএলে তিন মরসুম খেলেছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম দু-মরসুমে প্লে-অফে গেলেও গত বার পারেনি। ঋষভ পন্থের কাছে নতুন চ্যালেঞ্জ। তার আগে খোশমেজাজে পন্থ। লখনউ সুপার জায়ান্টস ড্রেসিংরুমের একটি ভিডিয়ো শেয়ার করেছে। টিম বন্ডিং সেশনে পাকিস্তানের জনপ্রিয় গান ‘আফসানে’ গাইছেন ঋষভ পন্থ। চোখে মুখে সেই আবেগ। পন্থের গানে মুগ্ধ হয়ে তাকিয়ে মেন্টর জাহির খান।
View this post on Instagram





