Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP-TMC: একটাও আসন পেল না তৃণমূল! ভোটে জিতল বিজেপি

BJP-TMC: চণ্ডিপুর বিধানসভার অন্তর্গত বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই সমবায় সমিতি। বিপুল এই জয়ে রীতিমতো খুশি বিজেপির নেতা,কর্মী ও সমর্থকরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানো হয়েছে।

BJP-TMC: একটাও আসন পেল না তৃণমূল! ভোটে জিতল বিজেপি
জিতে গেল বিজেপি Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2025 | 8:30 PM

ভগবানপুর: ভগবানপুর এক ব্লকের খাজুরআড়ি সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় বিজেপির। বারোটি আসনের সবকটি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। অপরপক্ষে তৃণমূল কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি।

চণ্ডিপুর বিধানসভার অন্তর্গত বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই সমবায় সমিতি। বিপুল এই জয়ে রীতিমতো খুশি বিজেপির নেতা,কর্মী ও সমর্থকরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি দেবব্রত কর ও কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি স্বপন রায় ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি সন্তু মাইতিরা।

তবে শুধু তাই নয়, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি। ভগবানপুর ১ গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুদপুরেপ বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালি শঙ্কর মাইতি এবং তাঁর অনুগামী সহ পাইক ভেরি বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া দলীয় পতাকা। আর পতাকা তুলে দিলেন ভগবানপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মণ্ডল, উপস্থিত ছিলেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডারা। যোগদানকারী সদস্য বলেন, “আমরা তৃণমূলেই ছিলাম প্রথম থেকে। তবে ভুল বোঝাবুঝির জন্য ঘুরে গিয়েছিলাম একটু। আজ ফের আমরা আমাদের পুরনো দল তৃণমূলে চলে এলাম।”