Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Twaha siddiqui on Nawsad siddique: নওশাদ TMC-তে গেলে শাসকদলেরই ‘লস’ হবে: ত্বহা সিদ্দিকি

Twaha siddiqui on Nawsad siddique: তিনি আরও বলেন, "নওশাদ সিদ্দিকি যদি তৃণমূলে যায় তাহলে শাসকদলের লস হবে।নওশাদ মমতাকে চমকে দিচ্ছে শুধু। ও চাইছে তৃণমূলে যোগ দেব না। তবে দু'চারটে সিট যদি পাওয়া যায় সেই চেষ্টা করছেন। তৃণমূলে যোগ না দিয়ে ওদের কাছ থেকে দু'চারটে সিট আদায় করতে চাইছে। এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয়।

Twaha siddiqui on Nawsad siddique: নওশাদ TMC-তে গেলে শাসকদলেরই 'লস' হবে: ত্বহা সিদ্দিকি
ত্বহা সিদ্দিকি কী বললেন নওশাদকে নিয়েImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2025 | 9:08 PM

হুগলি: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কে আক্রমণ ত্বহা সিদ্দিকির। সম্প্রতি নওশাদ সিদ্দিকি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই নিয়ে বেড়ে গিয়েছে তাঁর দলবদলের জল্পনা। এবার এই নিয়েই প্রতিক্রিয়া দিলেন ফুরফুরা শরিফের পীরজাদার।

এ দিন ত্বহা সিদ্দিকি আক্রমণ করতে গিয়ে নওশাদের উদ্দেশে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় কেন আসছেন তিনি নিজে জানেন। আর নওশাদ সিদ্দিকির কোনও ভ্যালু নেই। উনি যখন আইএসএফ গঠন করেছিলেন তখন বাংলার মানুষ ওঁর সঙ্গে ছিলেন। ওঁর কাছ থেকে মানুষ এখন সরে আসছে।”

তিনি আরও বলেন, “নওশাদ সিদ্দিকি যদি তৃণমূলে যায় তাহলে শাসকদলের লস হবে।নওশাদ মমতাকে চমকে দিচ্ছে শুধু। ও চাইছে তৃণমূলে যোগ দেব না। তবে দু’চারটে সিট যদি পাওয়া যায় সেই চেষ্টা করছেন। তৃণমূলে যোগ না দিয়ে ওদের কাছ থেকে দু’চারটে সিট আদায় করতে চাইছে। এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। তাই যদি উনি ওকে দু’চারটে সিট ছেড়ে দেয় নওশাদের লাভ হয়ে যাবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিট না ছাড়ে, এর আগে নওশাদ যা পেয়েছে তাও পাবেন না। এই কারণেই নওশাদ ধমকে-চমকে সিট আদায় করতে চাইছে।”