Purohit Bhata: পশ্চিম মেদিনীপুরের ইমাম-মোয়াজ্জেমদের মুখেও একই সুর। ইমাম শেখ সাজু বলেন, "নেতাজি ইন্ডোরে ডেকে আমাদের হতাশ করা হয়। হইহই ডেকে মাত্র ৫০০ টাকা ভাতা বাড়ানো হয়।" তবে শুধু ভাতা নয়, দাবি রয়েছে আরও। ইমাম আব্দুল মুত্তালি বলেন, "শুনেছিলাম ইমাম-মোয়াজ্জেমদের খরচার বিষয়ও কিছু একটা দেওয়া হবে। সেটাও পাইনি। শুনেছিলাম বাড়ি দেবে। তাও দেয়নি।"