Furfura Sharif: ‘দিঘার জগন্নাথ মন্দিরের মতো ওইখানে মসজিদ যদি করা যায়’, মমতাকে আর্জি জানাতে পারেন ত্বহা
Furfura Sharif: এ দিন ত্বহা সিদ্দিকি বলেন, "জনগণের টাকায় দিঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। তবে আমাদের একটা দাবি আছে।"

হুগলি: সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে জল্পনার শেষ নেই। বিরোধীদের বক্তব্য রাজনীতি করতে সেখানে যাচ্ছেন মমতা। অপরদিকে, শাসকদল সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই সবের মধ্যেই ফুরফুরা শরিফের পীরজাদা মুখ খুললেন জগন্নাথ মন্দির নিয়ে। তাঁর বক্তব্য জগন্নাথ মন্দিরের পাশাপাশি সেখানে যেন মসজিদ খোলার ব্যাপারেও চিন্তা-ভাবনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমন দাবি করতে পারেন ত্বহা সিদ্দিকি।
এ দিন ত্বহা সিদ্দিকি বলেন, “জনগণের টাকায় দিঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। তবে আমাদের একটা দাবি আছে।” তিনি আরও বলেন, “দিঘায় জগন্নাথ মন্দির হোক আমিও চাই। আমি দিঘায় গিয়েছি। অনেক মানুষই যাতায়াত করেন। তাই ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাই নয়, মুসলিম ভাইয়েরাও যান। তাঁদের একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না এটাও ওঁকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি।”
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বেশ কিছু বিষয় এখানে থাকছে। ভক্তদের জন্য থাকবে প্রশস্ত রাস্তা। প্রসাদের মধ্যে স্থানীয় মিষ্টির প্রাধান্য দেওয়া হবে।





