Forex Reserves: নতুন মাইলফলক স্পর্শ, ভারতের ভান্ডারে এখন কত বৈদেশিক মুদ্রা রয়েছে জানেন!

Forex Reserves: ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগোচ্ছে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত।

Forex Reserves: নতুন মাইলফলক স্পর্শ, ভারতের ভান্ডারে এখন কত বৈদেশিক মুদ্রা রয়েছে জানেন!
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Nov 03, 2024 | 8:45 AM

নয়াদিল্লি: গতি পাচ্ছে ভারতের অর্থনীতি। আর তার সঙ্গে ফুলেফেঁপে উঠছে বৈদেশিক মুদ্রার ভান্ডার। এবার বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত। বৈদেশিক মুদ্রার ভান্ডারে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এল। প্রথমবার ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ৭০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল। ভারতের আগে এখন রয়েছে চিন, জাপান ও সুইৎজারল্যান্ড।

ভারতের অর্থনীতি এখন নতুন নতুন রেকর্ড স্পর্শ করছে। অর্থনীতিবিদরা বলছেন, একসময় ভারতকে বিশ্বের পঞ্চম ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে বিবেচনা করা হত। সেখান থেকে ভারত আজ অর্থনীতিতে দ্রুত উন্নতির দেশে পরিণত হয়েছে। অন্যান্য উন্নয়নশীল দেশের কাছে ভারত এখন উদাহরণ হয়ে উঠেছে।

ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগোচ্ছে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, এক সপ্তাহে ভারতের ভান্ডারে বৈদেশিক মুদ্রা জমা হয়েছে ১২.৫৮৮ বিলিয়ন ডলার। তার জেরেই প্রথমবার ৭০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়েছে ভারত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের শেষে ভারতের ভান্ডারে বৈদেশিক মুদ্রার পরিমাণ ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলার।

এই খবরটিও পড়ুন

অর্থনীতিবিদরা বলছেন, বিদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বেড়েছে। রফতানি বৃদ্ধি পাওয়ায় যেমন বৈদেশিক মুদ্রার সঞ্চয় বেড়েছে। তেমনই, ভারতীয় মুদ্রাকে স্থিতিশীল রাখতে পদক্ষেপ করেছে আরবিআই। তার প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার ভান্ডারে। সবমিলিয়ে, প্রথমবার ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল।