Smartphone exports: ভারতের এক ফুঁতেই উড়ে যাচ্ছে চিন, বিশ্ব বাজারে মোবাইল রফতানিতে নতুন ‘রাজা’ ভারত
Smartphone exports: রিপোর্ট বলছে, ভারতে তাদের আইফোন উৎপাদন আরও বাড়াতে পারে অ্যাপল। চিন থেকে রফতানিকৃত পণ্যে শুল্ক একধাক্কায় ১০৪ শতাংশ করে দিয়েছে আমেরিকা। তাই ভারতে উৎপাদন করে আমেরিকায় আইফোন রফতানি করতে চাইবে অ্যাপল।

নয়াদিল্লি: স্মার্টফোন রফতানিতে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ ভারতের। ২০২৪-২৫ অর্থবর্ষে ২ লক্ষ কোটি টাকার বেশি স্মার্টফোন ভারত রফতানি করল। এই প্রথম কোনও অর্থবর্ষে স্মার্টফোন রফতানিতে ভারত ২ লক্ষ কোটি টাকার মাইলফলক স্পর্শ করল বলে জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এক্স হ্যান্ডলে অশ্বিনী বৈষ্ণব লেখেন, কেন্দ্রের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ(PLI) স্কিমের অধীনে এই সাফল্য পেল ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় স্মার্টফোন রফতানি ৫৪ শতাংশ বেড়েছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগও বেড়েছে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ভারতে এখন যত স্মার্টফোন বিক্রি হয়, তার ৯৯ শতাংশ দেশেই তৈরি হয়।
অশ্বিনী বৈষ্ণব জানান, ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১.৬৮ লক্ষ কোটি টাকার স্মার্টফোন রফতানি হতে পারে। তাদের সেই অনুমানকেও ছাপিয়ে গিয়েছে স্মার্টফোন রফতানির পরিমাণ।
ভারত থেকে রফতানি হওয়া স্মার্টফোনের তালিকায় সবার উপরে রয়েছে অ্যাপল। ২০২৪-২৫ অর্থবর্ষে রফতানিকৃত স্মার্টফোনের ৭০ শতাংশই অ্যাপলের আইফোন। তামিলনাড়ুর ফক্সকন ফেসিলিটি দেশের সবচেয়ে বড় রফতানি হাব। ভারত থেকে রফতানিকৃত আইফোনের প্রায় অর্ধেক উৎপাদন হয় এখানে।
রিপোর্ট বলছে, ভারতে তাদের আইফোন উৎপাদন আরও বাড়াতে পারে অ্যাপল। চিন থেকে রফতানিকৃত পণ্যে শুল্ক একধাক্কায় ১০৪ শতাংশ করে দিয়েছে আমেরিকা। তাই ভারতে উৎপাদন করে আমেরিকায় আইফোন রফতানি করতে চাইবে অ্যাপল। সেক্ষেত্রে শুল্ক অনেক কম পড়বে। যদি তাই হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে ভারতের ভূমিকা আরও বাড়বে। স্মার্টফোনের রফতানি হাব হয়ে উঠবে ভারত। একটি রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে চিন থেকে স্মার্টফোন রফতানি তার আগের অর্থবর্ষের তুলনায় ২.৭৮ শতাংশ কমেছে। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত থেকে স্মার্টফোন রফতানি তার আগের অর্থবর্ষের তুলনায় ৪০.৫ শতাংশ বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন রফতানিতে বিশ্বের নতুন ‘রাজা’ হয়ে উঠেছে ভারত।

