SBI Net Banking: YONO-র Username ও Password দুটোই ভুলে গিয়েছেন? ‘রিসেট’ করার সহজ উপায় জেনে নিন

SBI Net Banking: YONO-র পাসওয়ার্ড ও ব্যবহারকারী নাম ভুলে গেলে সহজেই তা পুনরুদ্ধার করা সম্ভব। কয়েক ধাপেই রিসেট হয়ে যাবে পাসওয়ার্ড।

SBI Net Banking: YONO-র Username ও Password দুটোই ভুলে গিয়েছেন? 'রিসেট' করার সহজ উপায় জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 9:30 AM

গ্রাহকদের জন্য অনেকদিন আগেই অনলাইন পরিষেবা শুরু করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আর SBI YONO ব্যবহার করে স্টেট ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারেন গ্রাহকরা। YONO অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ফিক্সড ডিপোজিট খোলা, লেনদেনের ইতিহাস দেখা, ট্রেন, বিমান, বাস ও ট্যাক্সির টিকিট বুকিং, অনলাইন শপিংয়ের মতো একগুচ্ছ পরিষেবা পেতে পারেন গ্রাহকরা।

এই YONO অ্যাপে সহজে লগ-ইন করার জন্য ৬ সংখ্যার MPIN সেট করতে পারেন। পাসওয়ার্ড ও MPIN, দুই দিয়েই আপনি নিজের YONO অ্য়াপ সুরক্ষিত রাখতে পারেন। তবে জালিয়াতদের থেকে নিরাপদ রাখতে ব্যাঙ্কের তরফেই ঘন ঘন এই পাসওয়ার্ড রিসেটের পরামর্শ দেওয়া হয়। আবার অনেকসময় বিদ্যমান User Name ও Password দিয়ে লগ-ইন এ সমস্যা হতে পারে। সেই সময় User Name ও Password রিসেট করাই বাঞ্ছনীয়।

কীভাবে SBI YONO User Name রিসেট করবেন?

  • স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলতে এখানে ক্লিক করুন
  • তারপর লগ ইন বেছে নিন।
  • অ্যাকাউন্টের বিবরণ বিভাগে “Forgot User Name / login password” এ ক্লিক করুন।
  • তারপরে আপনাকে “forgot my username” এ ক্লিক করতে হবে।
  • এরপর পপ উইন্ডোতে নেক্সট এ ক্লিক করতে হবে।
  • এখানে আপনাকে CIF নম্বর, দেশ, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড সহ প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করতে হবে।
  • এরপর ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিন ও ‘Confirm’ এ ক্লিক করুন

SBI YONO Password সেট করবেন কীভাবে?

  • onlinesbi.com লগ ইন করুন
  • এরপর ‘Forgot login password’ এ ক্লিক করুন
  • ড্রপ-ডাউন মেনু থেকে “Forgot my Login Password” বেছে নিন
  • এবার পপ উইন্ডোতে “Next” এ ক্লিক করুন
  • আপনার ব্যবহারকারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, দেশ, রেজিস্টার্ড মোবাইল নম্বর
  • জন্ম তারিখ এবং ক্যাপচা কোড সহ প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনি ওটিপি লিখুন
  • আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করুন এবং “Submit” এ ক্লিক করুন