ACE Pro এর সঙ্গে হোক এক নতুন শুরু: গিরীশ বাঘ
TATA Ace Pro: টাটা মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর গিরীশ বাঘ জানালেন কী ভাবে টাটার নতুন ACE Pro এক নতুন অধ্যায়ের সূচনা করছে। শক্তি, নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি কেবল গাড়ি নয়, উচ্চাকাঙ্ক্ষার প্রতীক — যা তৃণমূল স্তরের উদ্যোক্তাদের সংগ্রামকে গতি দিয়েছে। এই গাড়ি তাঁদের জন্য যাঁরা নিজেদের গল্প নিজেরাই লিখছেন।
টাটা মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর গিরীশ বাঘ নতুন ACE Pro নিয়ে বলেন, “টাটা ACE বাজারে আসার দুই দশক পর, আমরা এবার এক শক্তিশালী নতুন যাত্রার জন্য প্রস্তুত। এটি এমন একটি গাড়ি যা শক্তি, নিরাপত্তা এবং কম খরচে বেশি লাভের জন্য নির্মিত।”
তিনি জানান, ACE Pro শুধুমাত্র একটি বাণিজ্যিক যান নয়—এটি আশা, উচ্চাকাঙ্ক্ষার ও আত্মনির্ভরতার প্রতীক। এটি এমন একটি গাড়ি যা আজকের উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতীক। যাঁরা স্বপ্ন দেখতে ভালবাসেন, তাঁদের আরও বেশি করে অনুপ্রাণিত করে। ‘অব মেরি বারি’, ‘এবার আমার পালা’ শুধু একটি প্রচার অভিযান নয়, এটি এক মানসিকতা। সেই সব মানুষকে আহ্বান, যাঁরা এগিয়ে যেতে প্রস্তুত এবং নিজেদের গল্প নিজেরা গড়ে তুলতে চায়। ACE Pro-এর মাধ্যমে টাটা মোটরস সংগ্রাম থেকে সাফল্যের যাত্রাকে আরও মসৃণ করে তুলবে। যা ব্যক্তিগত অগ্রগতির মাধ্যমে ভারতকে উন্নতির পথ দেখাবে।