AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Strongest Currency List: বিশ্বের শক্তিশালী মুদ্রায় তালিকায় ভারতীয় রুপির স্থান কততে? প্রথম ১০ কাদের দখলে

Indian Rupee: সব দেশের মুদ্রার মান এক নয়। সম্প্রতি ফোর্বস একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে বিশ্বের কোন কোন দেশের মুদ্রায় কত শক্তিশালী। সেই তালিকায় প্রথম দশে কোন কোন দেশের মুদ্রা রয়েছে, তাও উল্লেখিত হয়েছে। সেই তালিকায় ভারতীয় মুদ্রা কোন স্থানে পেল?

Strongest Currency List: বিশ্বের শক্তিশালী মুদ্রায় তালিকায় ভারতীয় রুপির স্থান কততে? প্রথম ১০ কাদের দখলে
প্রতীকী ছবি
| Updated on: Jan 17, 2024 | 3:32 PM
Share

নয়াদিল্লি: বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কোনও দেশের মুদ্রা। এমনকি কোনও দেশের অর্থনীতির জীবনিশক্তি হিসাবেও ধরা হয় মুদ্রাকে। কোনও দেশের মুদ্রার শক্তি অর্থনীতির ক্ষমতারও পরিচয় বহন করে। রাষ্ট্রসঙ্ঘ বিশ্বের ১৮০ দেশের মুদ্রাকে লেনদেনের জন্য স্বীকৃতি দিয়েছে। কিন্তু সব দেশের মুদ্রার মান এক নয়। সম্প্রতি ফোর্বস একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে বিশ্বের কোন কোন দেশের মুদ্রায় কত শক্তিশালী। সেই তালিকায় প্রথম দশে কোন কোন দেশের মুদ্রা রয়েছে, তাও উল্লেখিত হয়েছে। সেই তালিকায় ভারতীয় মুদ্রা কোন স্থানে পেল? আমেরিকার মুদ্রা তালিকার কত নম্বরে রয়েছে?

ফোর্বসের তালিকা অনুযায়ী, মুদ্রার শক্তির তালিকায় শীর্ষে রয়েছে কুয়েতের মুদ্রা। মধ্যে প্রাচ্যের এই দেশের মুদ্রার নাম কুয়েতি দিনার। ১ কুয়েতি দিনার ২৭০.২৩ টাকার সমান। ৩.২৫ মার্কিন ডলারের সমান। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনি দিনার। ১ বাহরাইনি দিনার সমান ২২০.৪ টাকা বা ২.৬৫ মার্কিন ডলার। এর পর তালিকায় রয়েছে ওমানের মুদ্রা ওমান রিয়াল। ১ ওমান রিয়াল সমান ২১৫.৮৪ টাকা বা ২.৬০ মার্কিন ডলার। তালিকার চতুর্থ স্থানে থাকা জর্ডনিয়ার দিনার সমান ১১৭.১০ টাকা বা ১.১৪১ মার্কিন ডলার। এর পর রয়েছে জিব্রাল্টার পাউন্ড। ১ জিব্রাল্টার পাউন্ডে সমান ১০৫.৫২ টাকা বা ১.২৭ মার্কিন ডলার। ব্রিটিশ পাউন্ড স্থান পেয়েছে তালিকায় ষষ্ঠ স্থানে। ১ ব্রিটিশ পাউন্ড সমান ১০৫.৫৪ টাকা বা ১.২৭ মার্কিন ডলার। সপ্তম স্থানে থাকা কেইম্যান আইল্যান্ড ডলার সমান ৯৯.৭৬ টাকা বা ১.২০ মার্কিন ডলার। সুইস ফ্রাঙ্ক রয়েছে তালিকার অষ্টম স্থানে। ১ সুইস ফ্রাঙ্ক সমান ৯৭.৫৪ টাকা বা ১.১৭ মার্কিন ডলার। তালিকার নবম স্থানে রয়েছে ইউরো। ১ ইউরো সমান ৯০.৮০ টাকা বা ১.০৯ মার্কিন ডলার।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে লেনদেনের জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয় মার্কিন ডলার। বিশ্ববাণিজ্যে মার্কিনি মুদ্রার প্রভাব নিঃসন্দেহে সবথেকে বেশি। তবে সেই মুদ্রা স্থান পেয়েছে দশম স্থানে। ১ মার্কিন ডলার সমান ৮৩.১০ টাকা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়েবসাইটের বুধবারের তথ্য অনুযায়ী, বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় ১৫ তম স্থানে রয়েছে ভারতের রুপি।