Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio: বন্ধ হয়ে যাচ্ছে Jio Cinema! বড় আপডেট মুকেশ অম্বানীর সংস্থার

Jio: এর আগেও এমন পদক্ষেপ করেছেন অম্বানী। ভায়াকম ১৮ (Viacom 18)-এর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'Voot' ছিল আগে। সেটি পরবর্তীতে জিও সিনেমার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

Jio: বন্ধ হয়ে যাচ্ছে Jio Cinema! বড় আপডেট মুকেশ অম্বানীর সংস্থার
মুকেশ অম্বানী (ফাইল ছবি)Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Oct 19, 2024 | 9:01 AM

নয়া দিল্লি: শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে মুকেশ অম্বানীর ওটিটি (OTT) প্লাটফর্ম জিও সিনেমা। সম্প্রতি ‘জিও সিনেমা’য় বিনামূল্যে আইপিএল দেখানোর কথা ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছিল অম্বানীর সংস্থা। আর এবার সেই প্লাটফর্ম নিয়েই বড় সিদ্ধান্ত নিতে চলেছে রিলায়েন্স জিও।

রিলায়েন্স জিও-র মূল সংস্থা ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ’ এবং মার্কিন সংস্থা ডিজনি-র (Disney) মধ্যে চুক্তি এখন প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা হতে পারে যে কোনও সময়। করা যেতে পারে। এই চুক্তি স্বাক্ষর হয়ে গেলে ডিজনির স্টার নেটওয়ার্কের পুরো ব্যবসাটাই দেখবেন মুকেশ অম্বানী। এই বিষয়টি মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

চুক্তি সম্পূর্ণ হওয়ার পর ওটিটি প্লাটফর্ম ডিজনি +হটস্টারের মালিকানা থাকবে রিলায়েন্সের হাতে। ইকনমিক টাইমস সূত্রের খবর, দুটি আলাদা ওটিটি প্লাটফর্মের পরিবর্তে একটি প্লাটফর্ম চালানোর সিদ্ধান্ত নিতে পারেন অম্বানী।

আরও জানা যাচ্ছে, রিলায়েন্সের ভায়াকম ১৮ এবং স্টার ইন্ডিয়া এক হয়ে যাওয়ার পর ‘জিও সিনেমা’ ও ‘ডিজনি + হটস্টার’ মিশে যাবে। ফলে বন্ধ হয়ে যাবে জিও সিনেমা। এর আগেও এমন পদক্ষেপ করেছেন অম্বানী। ভায়াকম ১৮ (Viacom 18)-এর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘Voot’ ছিল আগে। সেটি পরবর্তীতে জিও সিনেমার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

Disney + Hotstar-এর সঙ্গে জিও সিনেমা একত্রিত করার একটি কারণ হল Disney+ Hotstar-ডাউনলোড করেছেন ৫০ কোটিরও বেশি মানুষ। যেখানে জিও সিনেমার ডাউনলোড সংখ্যা মাত্র ১০ কোটি। শুধু তাই নয়, ডিজনি + হটস্টারের পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা ৩.৫৫ কোটি।