AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MBA নন, নেই Startups! অটো না চালিয়েও মাসিক ৫ থেকে ৮ লক্ষ টাকা উপার্জন করেন এক Auto Driver…

Auto Driver: ৫ লক্ষ টাকা উপার্জন করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদেরও অনেক কষ্ট করতে হয়। আর সেখানে এই অটোচালক এই পরিমাণ টাকা উপার্জন করেন। কিন্তু কীভাবে?

MBA নন, নেই Startups! অটো না চালিয়েও মাসিক ৫ থেকে ৮ লক্ষ টাকা উপার্জন করেন এক Auto Driver...
| Updated on: Jun 07, 2025 | 11:44 PM
Share

একজন অটোচালক, অটো না চালিয়েই মাসে ৫ থেকে ৮ লক্ষ তাকা পর্যন্ত উপার্জন করেন। মাসে ৫ লক্ষ টাকা উপার্জন করতে আইটি সংস্থার বড় কর্মচারী বা চার্টার্ডও অনেক কষ্ট করতে হয়। আর সেখানে এই অটোচালক এই পরিমাণ টাকা উপার্জন করেন। কিন্তু কীভাবে?

লেন্সকার্টের একজন প্রোডাক্ট লিডার ও উদ্যোগপতি লিঙ্কডইনে এই আটোচাকলের গল্প শেয়ার করেছেন। তিনি বলছেন, ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য তিনি যখন মুম্বইয়ের আমেরিকান কনসুলেটের ভিতরে ঢোকার চেষ্টা করেন, তখন সেখানের নিরাপত্তা কর্মী বলেছিলেন কনস্যুলেটের ভিতরে তিনি ব্যাগ নিয়ে যেতে পারবেন না। কিন্তু বাইরে ব্যাগ রাখার কোনও ব্যবস্থা নেই। ফলে অথৈ জলে পড়েছিলেন ওই ব্যক্তি। আর এই সময় তাঁকে বাঁচান মুম্বইয়ের ওই অটোওয়ালাই।

ওই অটোওয়ালা বলেছিলেন, তাঁর কাছে নিরাপদে ব্যাগ রেখে যেতে পারেন। চার্জ মাত্র ১০০০ টাকা। আর এরপরই নতুন এই ব্যবসার কথা সামনে এল লেন্সকার্টের ওই প্রোডাক্ট লিডারের। ওই অটোচালক প্রতিদিন আমেরিকান কনস্যুলেটের বাইরে অটো দাঁড় করিয়ে গ্রাহকদের থেকে ১০০০ টাকার বিনিময়ে ব্যাগ জমা রাখেন। প্রতিদিন ২০ থেকে ৩০ জন ব্যক্তি যদি আমেরিকান কনস্যুলেটে এসে ওই অটোচালকের কাছে ব্যাগ রাখেন, তাহলে দৈনিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা আয় করেন ওই অটোচালক। তাহলে তাঁর মাসিক উপার্জন হয় ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা।