Swiggy-র ধামাকা, রোল-পিৎজা থেকে বিরিয়ানি, যা চাইবেন, তাই পাবেন মাত্র ৯৯ টাকায়!

Swiggy: এবার আর অনলাইনে খাবার অর্ডার করে খেতে শয়ে শয়ে টাকা খরচ হবে না। ১০০ টাকারও কমেই পেয়ে যাবেন মন মতো খাবার। এই খাবার আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেবে সুইগি (Swiggy)।

Swiggy-র ধামাকা, রোল-পিৎজা থেকে বিরিয়ানি, যা চাইবেন, তাই পাবেন মাত্র ৯৯ টাকায়!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jul 03, 2025 | 8:58 AM

নয়া দিল্লি: বাড়ির খাবার খেতে ইচ্ছা করছে না, মন চাইছে একটু বাইরের খাবার খাই, কিন্তু অনলাইনে অর্ডার করলেই তো ৩০০-৪০০ টাকার ধাক্কা! নাহ, এবার আর অনলাইনে খাবার অর্ডার করে খেতে শয়ে শয়ে টাকা খরচ হবে না। ১০০ টাকারও কমেই পেয়ে যাবেন মন মতো খাবার। এই খাবার আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেবে সুইগি (Swiggy)।

সুইগির তরফে খাবারের একটি নতুন সেকশন ঘোষণা করা হয়েছে, যেখানে একজনের জন্য খাবার পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। দাম কম হলেও, খাবারের একাধিক অপশন থাকবে। রোল, বিরিয়ানি থেকে নুডলস, মোমো, পিৎজা, বার্গার, কেক, ধোসা- যা চাইবেন, তাই পাবেন।

মূলত নতুন প্রজন্ম বা জেন-জ়ি গ্রাহকদের কথা মাথায় রেখেই সাধ্যের মধ্যে খাবার ডেলিভারির অপশন আনা হয়েছে। বর্তমানে বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, পুণে, আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, লখনউ, ত্রিবান্দম, তিরুপতি, ভোপাল, মাইসোর, লুধিয়ানা সহ দেশের ১৭৫টি শহরে এই পরিষেবা চালু হয়েছে। এরপরে আরও শহরে এই ডেলিভারি চালু করার পরিকল্পনা সুইগির।

সুইগির তরফে জানানো হয়েছে, পরিবেশের কথা মাথায় রেখে ‘ইকো-সেভ’ খাবার ডেলিভারি করা হবে। রেস্তোরাঁ ও ডেলিভারি পার্টনারদের সঙ্গে আলেচনা চলছে কীভাবে এই পরিষেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।