Indian Imports: ভারতের সঙ্গে শত্রুতা! কিন্তু ভারতকে মাল বিক্রি করেই দিন গুজরান করে Pakistan, Turkey, Bangladesh!
Pakistan, Turkey, Bangladesh: পাকিস্তান ছাড়াও আরও বেশ কিছু দেশ যারা ভারতের ভাল কখনও চায়নি তাদের থেকেও বেশ কিছু পণ্য আমদানি করে নয়া দিল্লি। এর মধ্যে রয়েছে তুরস্ক ও বাংলাদেশ!

ভারতের সবচেয়ে বড় শত্রু দেশের নাম নিয়ে কোনও দ্বিমত থাকা উচিৎ নয়। সেই পাকিস্তান ছাড়াও আরও বেশ কিছু দেশ যারা ভারতের ভাল কখনও চায়নি তাদের থেকেও বেশ কিছু পণ্য আমদানি করে নয়া দিল্লি। পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসাবে তুরস্ক তাদের সাহায্য করেছে ভারতের বিরুদ্ধে। এ ছাড়াও শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকারও ভারতের সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। তার পরও এই সব দেশের সঙ্গে বাণিজ্য করছে ভারত।
সাম্প্রতিক কালে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারতের। সিন্ধু জলবণ্টন চুক্তিকে স্থগিত করেছে ভারত। এ ছাড়াও ইসলামাবাদকে বিভিন্ন ভাবে চাপে রেখেছে নয়াদিল্লি। আর সেই পাকিস্তানের থেকেও রক সল্ট বা সৈন্ধব লবন, সুতির চাদর, চামড়া, বিভিন্ন কেমিক্যাল, ড্রাই ফ্রুটস সহ বেশ কিছু পণ্য আমদানি করে নয়া দিল্লি।
বাংলাদেশ আর ভারতের মধ্যে বস্ত্রবয়ন নিয়ে একপ্রকার মিথোজীবীতার সম্পর্ক রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে সুতো কিনে নিয়ে যায়। যা থেকে সে দেশে জামাকাপড় তৈরি হয়। অর্থাৎ বস্ত্রবয়ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, অর্থাৎ সুতো রফতানি করে ভারত। আর তৈরি জামাকাপড় আমদানি করে।
পাকিস্তানের বন্ধু রাষ্ট্র তুরস্কের সঙ্গেও ভারতের দারুণ বাণিজ্যিক সম্পর্ক। সে দেশ থেকে কার্পেট, মোজাইক ল্যাম্প ও টাইলস, মিনারেল অয়েল আমদানি করে ভারত। আর তুরস্ককে অনেক কিছুই রফতানি করে নয়া দিল্লি। আর এই সব কারণেই এই দেশগুলোর সঙ্গে এখনও বাণিজ্য চালিয়ে যাচ্ছে নয়া দিল্লি।
