PAN-Aadhaar link: বাড়ানো হল আধার-প্যানের সংযুক্তির সময়সীমা, লিঙ্ক না করালে হতে পারে বিপত্তি
PAN-Aadhaar linking: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
নয়া দিল্লি: প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার কার্ডের সংযোগের সময়সীমা বাড়ানো হল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, প্যান ও আধার সংযোগের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে বলা হয়েছিল, ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযোগের কাজ করাতে হবে। তবে বর্ধিত সময়ের মধ্যে আধার নম্বরের সঙ্গে যদি প্যান কার্ডের সংযোগ না করানো হয় তা হলে প্যান কার্ডটি বাতিল বলে গণ্য করা হবে।
এ ছাড়া করদাতাদের জন্যও বেশ কিছু ঘোষণা করা হয়েছে। যেমন টিডিএস স্টেটমেন্টস জমা দেওয়ার ক্ষেত্রে ডেডলাইন ১৫ দিন বাড়ানো হয়েছে। বর্তমান ডেডলাইন ছিল ৩০ জুন পর্যন্ত। তা বাড়িয়ে ১৫ জুলাই করা হয়েছে। ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেটের ক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।
Another relief to the Income Taxpayers is time to invest in residential house. For tax deduction extension for more than 3 months, investment required to be made on or after 1st April, now can be made up to 30th Sept. So there’s extension of 3 months: MoS Finance Anurag Thakur pic.twitter.com/1sDekEfipb
— ANI (@ANI) June 25, 2021
কোনও ভাবে যদি প্যান কার্ড বাতিল হয়ে যায় নানা রকম সমস্যায় পড়তে হবে সাধারণ গ্রাহককে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্যান নম্বর।
#WATCH | MoS Finance announces tax concessions for payment towards COVID treatment/death. Amount paid for medical treatment to an employee by an employer or to a person by any person on account of COVID for FY 2019-20 &subsequent yr won’t be taxed in hands of employee/beneficiary pic.twitter.com/QmBNhcMgAo
— ANI (@ANI) June 25, 2021
আরও পড়ুন: অবশেষে খোলা গেল হানের ল্যাপটপ! ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হচ্ছে হায়দরাবাদে
টিডিএস, টিসিএস, ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে সমস্যায় তো পড়তে হবেই। একইসঙ্গে ফিনান্স বিলের সংশোধনীতেও স্পষ্ট বলা হয়েছে, প্যান-আধারের সংযুক্তি না থাকলে ১ হাজার টাকা পর্যন্ত লেট ফি দিতে হতে পারে। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।