Ratan Tata: দীপাবলিতেই বড় উপহার দিতে চলেছেন রতন টাটা, ভাগ্য খুলে যাবে ৫০০০০ মানুষের

TATA Group: চলতি সপ্তাহেই বাজারে এসেছে আইফোন ১৬। এতদিন বিদেশ থেকেই আমদানি করা হত আইফোন। তবে এবার ভারতেও তৈরি হবে আইফোন।

Ratan Tata: দীপাবলিতেই বড় উপহার দিতে চলেছেন রতন টাটা, ভাগ্য খুলে যাবে ৫০০০০ মানুষের
রতন টাটা। ফাইল চিত্রImage Credit source: X
Follow Us:
| Updated on: Sep 11, 2024 | 1:06 PM

নয়া দিল্লি: উৎসবের মরশুমে বড় উপহার দিতে চলেছেন রতন টাটা। বড় ঘোষণা টাটা গোষ্ঠীর। আর এক মাস বাদেই দীপাবলি। আর তখনই দেশে বড় কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে রতন টাটার সংস্থাই। কমপক্ষে ৫০ হাজার চাকরির সুযোগ তৈরি হবে।

চলতি সপ্তাহেই বাজারে এসেছে আইফোন ১৬। এতদিন বিদেশ থেকেই আমদানি করা হত আইফোন। তবে এবার ভারতেও তৈরি হবে আইফোন। আর এই আইফোন তৈরির দায়িত্বই পেয়েছে রতন টাটার সংস্থা। জানা গিয়েছে, টাটা ইলেকট্রনিক্স আইফোন তৈরির কাজে নেমেছে। শোনা যাচ্ছে, আগামী নভেম্বর মাসে, অর্থাৎ দীপাবলির সময় আইফোন তৈরির কাজ শুরু হবে ভারতে।

জানা গিয়েছে, তামিলনাড়ুতে ২৫০ একর জমির উপরে হোসুর প্ল্যান্টে আইফোন তৈরি করা হবে। টাটা ইলেকট্রনিক্স প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। উৎপাদন শুরু হলে ৫০,০০০ কর্মসংস্থান হবে। বর্তমানে এই প্ল্যান্টে ১৫ হাজার কর্মী কাজ করেন। আইফোন তৈরির জন্য কর্নাটকের কোলারেও উইস্ট্রন প্ল্যান্ট অধিগ্রহণ করেছিল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)