Gold Price Today: রুপোর দামে আগুন, আজ হলুদ ধাতুর দর কত বাজারে?
Gold Price Today: শুক্রবার দাম অনেকটা হারে দাম বেড়েছে রুপোর। এদিন সামান্য দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনারও।
কলকাতা: বৃহস্পতিবার দাম বেড়েছিল সোনার (Gold Price)। তবে শুক্রবার ক্রেতাদের জন্য সুখবর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়েনি। তবে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। এদিকে শুক্রবার অনেকটা হারে দাম বেড়েছে রুপোর। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৫,৪০০ টাকা।
শুক্রবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৩৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৩৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৩,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৩,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সোনার দাম খানিকটা বাড়লেও শুক্রবার অনেকটা হারে দাম বেড়েছে রুপোর। এদিন প্রায় ৬ হাজার টাকা দামি হল ১ কেজি সোনা। গত তিনমাসে সর্বোচ্চ রইল রুপোর দাম। বিয়ের মরশুম আসতেই দামবৃদ্ধি সোনা-রুপোর। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৬০.০৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শুক্রবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৭১৮.৫৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৫.০৫ টাকা। তবে এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ১০২.৩৫ টাকা।